কেতুগ্রাম, 29 জুলাই : BJP-তৃণমূল সংঘর্ষে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের কেতুগ্রাম এলাকায় । বোমাবাজিও হয় বলে অভিযোগ । সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ । যদিও পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে কিছু জানানো হয়নি । রবিবার রাত পর্যন্ত কোনওপক্ষই কেতুগ্রাম থানায় অভিযোগ দায়ের করেনি । তবে পুলিশের উপর হামলা ও কাজে বাধাদানের ঘটনায় পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে বলে জানা গেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুচপুর গণহত্যা দিবস উপলক্ষ্যে শনিবার বিকেলে বীরভূমের বাসাপাড়ায় একটি সভার আয়োজন করেছিল তৃণমূল । ওই সভায় যাওয়ার জন্য ওইদিন দুপুরে কেতুগ্রামের পালিটা বাসস্ট্যান্ড থেকে একটি বাস ছাড়ে । বাসটিতে তিলডাঙা ও পালিটা গ্রামের বেশ কয়েকজন তৃণমূল কর্মী ছিলেন । সেই সময় তিলডাঙা মোড়ে ৪-৫ জন BJP কর্মী বসে গল্পগুজব করছিলেন । বাসটি তিলডাঙা দিয়ে যাওয়ার সময় দু'পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় ।
সন্ধ্যা নাগাদ বাসাপাড়া থেকে ফেরার পথে বাসটি তিলডাঙা মোড়ে আসতেই সভা ফেরত তৃণমূল কর্মীদের সঙ্গে BJP কর্মীদের মধ্যে বচসা বেধে যায় । ক্রমে তা সংঘর্ষের চেহারা নেয় । খবর পেয়ে ঘটনাস্থানে কেতুগ্রাম থানার পুলিশ এলে পুলিশকে লক্ষ্য করে কিছু লোকজন ইট ছুড়তে শুরু করে দেয় । এরপর পুলিশ লাঠিচার্জ করে জনতাকে ছত্রভঙ্গ করে ।