বর্ধমান, 8 জানুয়ারি : বাম-কংগ্রেসের ডাকে দেশজুড়ে শুরু হয়েছে হরতাল । প্রভাব পড়েছে রাজ্যের বিভিন্ন জেলাতেও । বর্ধমানেও আজ মিছিল করে SFI । অভিযোগ, সেইসময় SFI জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ।
বর্ধমানে SFI জেলা সম্পাদককে মাটিতে ফেলে মারধর - এসএফআই জেলা সম্পাদক
CAA, NRC ও মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবিতে আজ দেশজুড়ে হরতালের ডাক দেয় বাম-কংগ্রেস । সেইমতো আজ বর্ধমানে মিছিল বের করে SFI । অভিযোগ, সেইসময় SFI জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ।
CAA, NRC ও মূল্যবৃদ্ধি সহ একাধিক দাবিতে আজ দেশজুড়ে হরতালের ডাক দেয় বাম-কংগ্রেস । সেইমতো আজ বর্ধমানে মিছিল বের করে SFI । বর্ধমান মিউনিসিপাল বয়েজ় হাইস্কুলের সামনে SFI পোস্টার ঝুলিয়ে দেয় । পোস্টারে লেখা ছিল, আজ ক্লাস ছুটি । তারপর ছাত্রদের স্কুলে ঢুকতে বাধা দেয় । খবর পেয়ে সেখানে পৌঁছায় তৃণমূল কর্মীরা । SFI কর্মীদের উপর চড়াও হয় । SFI জেলা সম্পাদক অনির্বাণ রায়চৌধুরির সঙ্গে শুরু হয় বচসা । অভিযোগ, এরপরই অনির্বাণকে মাটিতে ফেলে মারতে শুরু করে তৃণমূল কর্মীরা ।
এই ঘটনার খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ পৌঁছায় । উদ্ধার করে নিয়ে যায় SFI জেলা সম্পাদককে ।