পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Chris Gayle in Bardhaman: বর্ধমানে ইউনিভার্স বস, তবে গেইল ঝড় দেখতে না-পাওয়ায় মনমরা দর্শকরা - ক্রিস গেইল

ভারতে এসেছেন অনেকবারই ৷ তবে বাংলার বর্ধমানে এই প্রথমবার পা রাখলেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল (Chris Gayle)। ছুটির রবিবারে দ্য ইউনিভার্স বস'কে দেখতে উপচে পড়া ভিড় ছিল বর্ধমানের মালির মাঠে। আর গেইলকে দেখতে দর্শকদের ঝড় সামাল দিতে গিয়ে কার্যত বেসামাল আয়োজকরা। বর্ধমানের মালির মাঠে প্রতিবছরই অনুষ্ঠিত হয় রাজনন্দিনী কাপ। টেনিস বলের এই টুর্নামেন্টের শেষদিনে এসেছিলেন ক্রিস গেইল ৷

Chris Gayle in Bardhaman
বর্ধমানে ক্রিস গেইল

By

Published : Jan 29, 2023, 10:15 PM IST

বর্ধমানে এই প্রথমবার পা রাখলেন ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল

বর্ধমান, 29 জানুয়ারি: ক্রিস গেইলকে দেখতে ভিড় উপচে পড়ল বর্ধমানের একটি ক্রিকেট টুর্নামেন্টে। পরিস্থিতি এমন পর্যায়ে পোঁছে গেল যে শুধুমাত্র নিরাপত্তার কারণে প্রদক্ষিণ করে মাঠ ছাড়লেন 'দ্য ইউনিভার্স বস' (Chris Gayle visits Bardhaman)। দর্শকদের আশা ছিল অন্তত ছ'টা বলে গেইলের ব্যাটিং তাঁরা উপভোগ করবেন। কিন্তু নিরাপত্তার কারণ দেখিয়ে সেই ঝুঁকি নিতে চাননি ক্লাবের কর্মকর্তারা। ফলে আশাহত হয়ে মাঠ ছাড়লেন দর্শকরা।

বর্ধমান শহরের মালির মাঠে আসর বসেছিল রাজনন্দিনী কাপের। প্রতি বছরই তা আয়োজিত হয়ে থাকে। টেনিস বলের এই ক্রিকেট প্রতিযোগিতায় অতীতে একাধিক তারকা ক্রিকেটারদের দেখা গিয়েছে ৷ টেনিস প্রতিযোগিতার এই টুর্নামেন্টে আজ ছিল সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ ৷ প্রধান অতিথি ছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল। গেইলকে দেখার জন্য এদিন সকাল থেকেই কাতারে-কাতারে মানুষ ভিড় জমান। আসলে এই মাঠেই বিগত বছরগুলিতে মানুষের মন কেড়েছেন কপিল দেব থেকে ব্রায়ান লারা, গৌতম গম্ভীর থেকে হরভজন সিংরা। ফলে এদিন গেইলকে ঘিরে ছিল বাড়তি উন্মাদনা।

এদিন দুপুর নাগাদ গেইল মাঠে ঢুকতেই দর্শকেরা করতালি দিয়ে তাঁকে স্বাগত জানান। হুডখোলা গাড়িতে করে মাঠ প্রদক্ষিণ করতে যান গেইল। এরপরেই দর্শকদের বাঁধ ভেঙে যায়। ব্যারিকেড ভেঙে শ'য়ে শ'য়ে দর্শকরা মাঠে ঢুকতে শুরু করেন। ফলে ভিড় সামলাতে নাজেহাল হয়ে পড়ে পুলিশ ও র‍্যাফ। গেইলের কাছে যাওয়ার চেষ্টা করেন দর্শকরা। ফলে মাঠের মধ্যেই হুডখোলা গাড়ির গতি বাড়িয়ে দেন ড্রাইভার। পুলিশের ব্যারিকেডে গেইলকে কোনওরকমে তাঁর বসার জায়গায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন:সাধারণতন্ত্র দিবসে ক্রীড়াবিদদের শুভেচ্ছা মোদির, পাল্টা ধন্যবাদ জানালেন জন্টি রোডস-ক্রিস গেইলরা

এরপর ফাইনাল খেলার আগে মাঠ থেকে দর্শক বের করতে হিমশিম খেতে হয় ক্লাবের কর্মকর্তা থেকে পুলিশকে। পরে মাঠ খালি হওয়ার পরে ক্লাবের তরফে ঘোষণা করা হয় ক্রিস গেইল মাঠে নেমে ছ'টি বল খেলবেন। সেই প্রস্তুতিও শুরু হয়। কিন্তু নিরাপত্তার কারণে আর ঝুঁকি নিতে চাননি কর্মকর্তারা। তাই গেইল ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। দর্শকদের কারণে গেইলকে ফের গাড়িতে তুলতে পুলিশ র‍্যাফ নাজেহাল হয়ে যান। অন্যদিকে গেইল মাঠ থেকে বের হতেই দর্শকরা মনমরা হয়ে মাঠ ছাড়েন। গেইল ঝড় আর তাঁদের দেখা হল না!

ABOUT THE AUTHOR

...view details