বর্ধমান, 4 মে : পড়ে গিয়ে ডান হাত ভাঙে 14 মাসের এক শিশুর । অথচ চিকিৎসক প্লাস্টার করেছেন তার বাঁ হাত । ঘটনাটি পূর্ব বর্ধমানের খোস বাগান এলাকার । খবর পেয়ে সেখানে যায় বর্ধমান থানার পুলিশ ।
ডান হাত ভাঙা শিশুর বাঁ হাতে প্লাস্টার করলেন চিকিৎসক - wrong treatment in Burdwan
লোহাই গ্রামের বাসিন্দা তপন বটব্যালের 14 মাসের শিশু পড়ে গিয়ে ডান হাত ভেঙে যায় । কিন্তু চিকিৎসক তার ডান হাতের বদলে বাঁ হাতে প্লাস্টার করে দেন । পরে নিজের ভুল স্বীকার করেন ওই চিকিৎসক ।
পূর্ব বর্ধমানের মাধবডিহি থানা এলাকার লোহাই গ্রামের বাসিন্দা তপন বটব্যালের 14 মাসের শিশু পড়ে গিয়ে ডান হাত ভেঙে যায় । আজ তাঁরা বর্ধমানের খোসবাগানের চিকিৎসক সৌম্য ঘোষের কাছে আসেন । এক্স-রে করার পর সাড়ে তিন হাজার টাকা দিতে হবে বলে জানান ওই চিকিৎসক । তিনি শিশুটির পরিবারকে বলেন, যে হাতে প্লাস্টার করা হবে, সেই হাতের জামা খুলে রাখতে । সেই মতো ডান হাত থেকে জামা খুলেও রাখে তারা । তবে, প্লাস্টার করার সময় কাউকে শিশুটির কাছে থাকতে দেননি চিকিৎসক সৌম্য ঘোষ । মিনিট 15 পরে গিয়ে দেখে, শিশুটির বাঁ হাতে প্লাস্টার করা হয়েছে । শিশুটি সমানে কেঁদে চলেছে ।
শিশুর বাবা তপন বটব্যাল বলেন, "ছেলের চিকিৎসা করাতে এসে কসাইয়ের হাতে পড়ে গিয়েছি ।" যদিও চিকিৎসক সৌম্য ঘোষ ভুল স্বীকার করেছেন । তবে, চিকিৎসকের শাস্তির দাবি করেছে পরিবার । চিকিৎসক সৌম্য ঘোষ বলেন, ভুল হয়েছে । কীভাবে হল তা বুঝতে পারেননি তিনি ।