বর্ধমান,11 জুন : চিকিৎসায় গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ উঠল বর্ধমানের নবাবহাট এলাকার এক নার্সিংহোমে । মৃতের পরিবারের অভিযোগ, নার্সিংহোম কর্তৃপক্ষের গাফিলতিতেই শিশুটির মৃত্যু হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি সামাল দেয় বর্ধমান থানার পুলিশ ।
রবিবার পূর্ব বর্ধমানের জামালপুরের চলবলপুর এলাকার বাসিন্দা শ্রীমন্ত খানডাইত সেখানকার একটা নার্সিংহোমে তাঁর স্ত্রীকে ভরতি করেন । সেখানে সন্তানের জন্ম দেন ওই মহিলা । সোম ও মঙ্গলবার শিশুটি সুস্থ ছিল । বুধবার তার পরিবারের সদস্যরা জানতে পারেন, শিশুটি মারা গেছে । নার্সিংহোমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা । তাঁদের দাবি, শিশুটির দেখভাল না করে আয়ারা ঘুমিয়ে পড়েছিল ।
চিকিৎসায় গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ বর্ধমানে
রবিবার পূর্ব বর্ধমানের জামালপুরের চলবলপুর এলাকার বাসিন্দা শ্রীমন্ত খানডাইত সেখানকার একটা নার্সিংহোমে তাঁর স্ত্রীকে ভরতি করেন । সেখানে সন্তানের জন্ম দেন ওই মহিলা । সোম ও মঙ্গলবার শিশুটি সুস্থ ছিল । বুধবার তার পরিবারের সদস্যরা জানতে পারেন, শিশুটি মারা গেছে । নার্সিংহোমের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্যরা ।
বর্ধমানের নার্সিংহোমে উত্তেজনা
এরপর নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা । অভিযোগ, রোগীর পরিবারের সদস্যদের মারধর করা হয়। দু'পক্ষের মধ্যে গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থানে যায় বর্ধমান থানার পুলিশ।
ওই পরিবারকে আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষ ৷ যদিও শিশুটির মৃত্যুতে তাদের কোনও দোষ নেই বলে জানিয়েছে তারা ৷