পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাস্তার ধার থেকে উদ্ধার সদ্যোজাতর মৃতদেহ - Bardhaman child body recover

বর্ধমান শহরের ছোটোনীলপুর আমবাগান এলাকায় রাস্তার ধার থেকে উদ্ধার শিশুর ক্ষতবিক্ষত দেহ।

child deadbody recover in Bardhaman
child deadbody recover in Bardhaman

By

Published : Jun 21, 2020, 5:08 AM IST

র্ধমান, 20 জুন : রাস্তার ধার থেকে উদ্ধার সদ্যোজাত শিশুর ক্ষতবিক্ষত দেহ । রাস্তার ধারে বৃষ্টির মধ্যে পড়ে থাকতে দেখা যায় শিশুটির দেহ। রাস্তার কুকুর দেহটিকে এক জায়গা থেকে আর এক জায়গায় টানা হেঁচড়া করে নিয়ে এসেছে বলে জানায় স্থানীয়রা । শনিবার ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের ছোটোনীলপুর আমবাগান এলাকায় । ঘটনাস্থানে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ। পরে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এদিকে দীর্ঘক্ষণ দেহটি রাস্তায় পড়ে থাকায় কুকুরে শিশুটির মৃতদেহ নিয়ে এলাকায় ঘুরতে থাকে। পুলিশে খবর দেওয়া হলেও পুলিশ অনেক দেরিতে পৌঁছায় বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় বাসিন্দা উত্তম সরদার বলেন, “বৃষ্টির মধ্যে শিশুটি রাস্তায় পড়েছিল । রাস্তার কুকুর এদিকে টানাটানি করেছে দেখে পুলিশে খবর দেওয়া হয়। শিশুটির বয়স এক থেকে দুদিন।”

অপর এক বাসিন্দা বলেন, “এভাবে শিশুটিকে পড়ে থাকতে দেখে খুবই খারাপ লাগছিল । আমাদের সকলেরই সন্তান আছে । যারা এইভাবে সদ্যোজাতকে ফেলে দিয়েছে তারা খুবই নিষ্ঠুর । তাদের অবিলম্বে শাস্তি হওয়া উচিত।”

ABOUT THE AUTHOR

...view details