পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Aug 19, 2020, 1:32 PM IST

ETV Bharat / state

FIR-র 24 ঘণ্টা পরও মেলেনি সুরাহা, আক্ষেপ গ্রামপ্রধানের

FIR করার পর কেটে গেছে 24 ঘণ্টা ৷ পুলিশের তরফ থেকে কোনও সুরাহা মেলেনি বলে অভিযোগ চকদিঘি গ্রাম পঞ্চায়েত প্রধানের ৷

Chakdighi Gram Panchayat
চকদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধান

জামালপুর, 19 অগাস্ট : চকদিঘি গ্রাম পঞ্চায়েতের অফিসে ঢুকে পঞ্চায়েত প্রধানকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল BJP কর্মীদের বিরুদ্ধে ৷ বিষয়টি নিয়ে জামালপুর থানায় সোমবার অভিযোগ দায়ের করেছিলেন পঞ্চায়েত প্রধান গৌরসুন্দর মণ্ডল ৷ কিন্তু 24 ঘণ্টা কেটে গেলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছেন তিনি ৷ এমতাবস্থায় তাঁর পক্ষে পঞ্চায়েতে এসে কাজ করা কঠিন হয়ে যাবে ৷ যদিও স্থানীয় BJP নেতারা তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে ৷

জানা গেছে, পূর্ব বর্ধমানের জামালপুরের চকদিঘি গ্রাম পঞ্চায়েত অফিসে সোমবার দুপুরের দিকে কয়েকজন দুষ্কৃতী ঢুকে পড়ে ৷ তারপর পঞ্চায়েত প্রধানকে সাতদিনের মধ্যে চার কিলোমিটার রাস্তা তৈরি করার ও দুটি অগভীর নলকূপ তৈরির দাবি জানায় ৷ এছাড়া সেখানকার সুপার ভাইজ়ারকে সরিয়ে তাদের কাজে নিযুক্ত করার কথা জানায় ৷ তাতে পঞ্চায়েত প্রধান সায় না দিলে তারা তাঁকে প্রাণে মারার হুমকি দেয় ৷ গালিগালাজ দেয় ৷ ঘটনার পরে পঞ্চায়েত প্রধান জামালপুর থানায় FIR দায়ের করেন, স্থানীয় BDO-কে ঘটনার বিবৃতি দেন ৷

আক্ষেপ চকদিঘি গ্রাম পঞ্চায়েতের প্রধানের, দেখুন ভিডিয়ো...

গৌরসুন্দর মণ্ডল বলেন, "সোমবার অফিসে কাজ করছিলাম ৷ দুপুরের দিকে হঠাৎ BJP আশ্রিত কিছু দুষ্কৃতী আমার ঘরে ঢুকে চার কিলোমিটার পিচের রাস্তা ও 2 টি অগভীর নলকূপ তৈরির দাবি জানায় ৷ এর সঙ্গে কর্মরত সুপার ভাইজ়ারকে সরিয়ে তাদের কাজে নিয়োগ করার দাবি করে ৷ তাতে রাজি না হলে আমাকে প্রাণে মারার হুমকি দেয়, অকথ্য ভাষায় গালিগালাজ করে ৷ অফিস জ্বালিয়ে দেওয়ার হুমকি দেয় ৷ ঘটনাটি ঊর্ধ্বতনকে জানিয়েছি, থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি ৷ এমন কী স্থানীয় BDO-কে জানিয়েছি ৷"

তিনি আরও বলেন, "24 ঘণ্টা পার হয়ে গেলেও পুলিশ কোনওরকম ব্যবস্থা নেয়নি ৷ দুষ্কৃতীদের এখনও গ্রেপ্তার করেনি ৷ এর আগেও এমন ঘটনা ঘটেছে ৷ BJP-র দলীয় পতাকা নিয়ে এসে ঝামেলা করে গেছে কয়েকজন ৷ এভাবে যদি চলতে থাকে আগামী দিনে এই অফিসে বসে কাজ সামলাতে আমার খুব অসুবিধা হবে ৷"

অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় BJP কর্মী সমর্থকরা জানায়, "আমাদের দলের কেউ চকদিঘির গ্রাম পঞ্চায়েত অফিসে যায়নি ৷ এর আগেও দলীয় পতাকা নিয়ে অফিসে গিয়ে ঝামেলা হয়নি ৷ আমাদের বিরুদ্ধে পঞ্চায়েত প্রধানের আনা সমস্ত অভিযোগ মিথ্যে ৷"

For All Latest Updates

TAGGED:

bjp

ABOUT THE AUTHOR

...view details