বর্ধমান, 14 মে: রেশনে কেন্দ্রের ডাল দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। একই সুরে মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন রাজ্যের অন্য মন্ত্রীরাও। খাদ্য মন্ত্রী ও অন্যদের সেই দাবি খারিজ করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। দিল্লি থেকে ফোনে ETV ভারতকে তিনি বলেন, কেন্দ্রীয় সরকার প্রতিটি বাড়ির প্রত্যেকের জন্য চাল ও ডাল বরাদ্দ করেছে। সেই ডাল রাজ্যে পাঠানো সত্ত্বেও রাজ্য সরকার তা রেশন দোকানগুলেতে বণ্টন করছে না। অকারণ অভিযোগ করছে।
কেন্দ্র ডাল পাঠালেও রাজ্য বিলি করছে না, অভিযোগ BJP সাংসদের - প্রধানমন্ত্রী
খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় সরকার কথামতো রেশনের ডাল পাঠাচ্ছে না। বৃহস্পতিবার সেই অভিযোগ খারিজ করে দিলেন বর্ধমান-দুর্গাপুরের BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া।
সম্প্রতি জ্যোতিপ্রিয় মল্লিক অভিযোগ তুলে বলেছিলেন, কেন্দ্র জানিয়েছিল তারা রাজ্যকে 14 হাজার 450 মেট্রিক টন ডাল দেবে। কেন্দ্রীয় সংস্থা NAFED-এর মাধ্যমে যা দেওয়ার কথা ছিল । কিন্তু, রাজ্যকে সেখানে দেওয়া হয়েছে মাত্র 1 হাজার 847 মেট্রিক টন ডাল। আর ডাল সরবরাহ করা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সংস্থা। অথচ, প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন, পরিবার পিছু 1 কেজি করে ডাল দেওয়া হবে। সেই কথা প্রধানমন্ত্রী রাখতে পারেননি। সেই দায় রাজ্যের নয়। বরং, রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করেছেন। বৃহস্পতিবার খাদ্যমন্ত্রীর এই অভিযোগকেই খারিজ করে দিলেন বর্ধমান-দুর্গাপুরের BJP সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। তিনি জানান, ইতিমধ্যে 12 হাজার মেট্রিকটন ডাল রাজ্য পেয়েছে। তা বিলি করা হচ্ছে না ইচ্ছে করে।
দিল্লি থেকে ফোনে BJP সাংসদ বলেন, প্রত্যেক জন্য নরেন্দ্র মোদি সরকার 5 কেজি করে চাল ও 1 কেজি করে ডাল পাঠিয়েছে। সেই ডাল পৌঁছেও গেছে। জেনেশুনে ওরা তা বিলি করছে না। সাড়ে 14 হাজার মেট্রিক টন ডালের মধ্যে সাড়ে 12 হাজার মেট্রিক টন ডাল রাজ্য সরকার ইতিমধ্য়ে পেয়ে গিয়েছে। ইচ্ছাকৃতভাবে তা বিলি না করে বদনাম করা হচ্ছে।