শক্তিগড়, 3 এপ্রিল: রাজু ঝা'য়ের খুনের অভিযুক্তরা এখনও অধরা। যত সময় গড়াচ্ছে এই খুনের রহস্য ততই জটিল হচ্ছে। এবার ঘটনাস্থলের বিভিন্ন জায়গা থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করল পুলিশ। সেই ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে ঘটনার দিন শনিবার একটা সাদা গাড়িতে করে কলকাতার দিকে রওনা দেন বিজেপি নেতা রাজু ঝা ৷ রাত আটটা নাগাদ তাঁর গাড়ি শক্তিগড়ের আমড়ার মোড় সংলগ্ন দু'নম্বর জাতীয় সড়কের ধারে একটা হোটেলের সামনে থামে। তার আশেপাশে অনেকগুলি ল্যাংচার দোকান আছে। গাড়ির চালকের পাশেই বসে ছিলেন রাজু ঝা। পিছনের সিটে ছিলেন রাজুর সহকর্মী ব্রতীন মুখোপাধ্যায়।
এছাড়া পিছনের সিটে আরও একজন ছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। তাঁর নাম আব্দুল লতিফ । গরু পাচারকারী হিসেবে তাঁর নাম জড়িয়েছে। তবে তিনি আদৌ ছিলেন কি না, তা নিয়ে ধন্দে পুলিশ । এদিকে গাড়ির থামার পরে লতিফ ও গাড়ির ড্রাইভার নীচে নেমে ঝালমুড়ি কিনছিলেন। সেই সময় একটা নীল চারচাকা গাড়ি ওই সাদা গাড়ির পিছনে এসে দাঁড়ায় । সেই গাড়ি থেকে দুই যুবক নেমে আসে। এরমধ্যে একজন রড হাতে সামনে এগিয়ে গিয়েই রাজুর পাশের কাঁচের দরজা ভেঙে ফেলে । এরপরেই দু'জনে মিলে রাজুকে সামনে ও পিছন থেকে গুলি করে ঝাঁঝরা করে দিয়ে নিমেষে গাড়িতে চেপে উধাও হয়ে যায় ।
জাতীয় সড়ক ধরে কিছুটা এগিয়েই তারা শক্তিগড়ের স্টেশন যাওয়ার রাস্তায় নেমে যায়। পরে রাস্তার ধারে গাড়ি রেখে পালিয়ে যায়। রবিবার রাজু ঝায়ের দেহের ময়নাতদন্ত করা হয়। তাঁর দেহ থেকে চার রাউন্ড গুলি উদ্ধার হয়। এদিকে ফরেনসিক বিশেষজ্ঞরা তদন্ত করতে নেমে 13টি গুলির খোল উদ্ধার করেছেন । তবে কী কারণে এই খুনের ঘটনা তা নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, দুর্গাপুরের বিধাননগর এলাকার বাসিন্দা রাজু ঝা। তাঁর বিরুদ্ধে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় 21টি মামলা রয়েছে ।