পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Raju Jha Murder Case: খুন করে ধীরে সুস্থে গাড়িতে ওঠে দুষ্কৃতীরা, মিলল রাজু ঝা খুনের সিসিটিভি ফুটেজ - রাজু ঝা খুনের সিসিটিভি ফুটেজ

প্রকাশ্যে এল রাজু ঝা খুনের মুহূর্তের সিসিটিভি ফুটেজ ৷ তাড়াহুড়ো নয়, ঠান্ডা মাথায় খুন করে গাড়িতে উঠল দুষ্কৃতীরা ৷ দেখুন সেই সময়ের সিসিটিভি ফুটেজ ৷

ETV Bharat
রাজু ঝা

By

Published : Apr 10, 2023, 9:15 PM IST

রাজু ঝা কে খুনের মুহূর্তের সিসিটিভি ফুটেজ

শক্তিগড়, 10 এপ্রিল: প্রকাশ্যে জনবহুল রাস্তায় দাঁড়িয়ে ঠান্ডা মাথায় গুলি চালিয়ে রাজু ঝা কে খুন করেছিল দুষ্কৃতীরা । এরপর তারা ধীরে সুস্থে সেখান থেকে পালিয়ে যায় । এই সিসিটিভি ফুটেজ হাতে এসেছে পুলিশের কাছে । তবে ঘটনার পরে 9 দিন কেটে গেলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি ।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, রাস্তার উপরে একটা সাদা গাড়ি দাঁড়িয়ে আছে । হলুদ জামা পরা এক দুষ্কৃতী গাড়ির দিকে এগিয়ে যায় । তারপর সে পিস্তল বের করে গাড়ির সামনের দরজা দিয়ে গুলি চালাতে শুরু করে । সেই সময় ওই গাড়ির পিছনে থাকা আরও এক দুষ্কৃতীও অন্যজনের পাশে এসে দাঁড়িয়ে গুলি ছুড়তে থাকে । এরপর হলুদ জামা পরা দুষ্কৃতী গাড়ির সামনে দিয়ে চলে যায় আর অপরজন গাড়ির পিছন দিকে পালায় । এদিকে হলুদ জামা পরা দুষ্কৃতী ফিরে এসে ফের দু'বার গুলি চালায় । তার হাত থেকে রিভালভারটি পরেও যায় । সেই রিভালবার কুড়িয়ে নিয়ে সে ধীরে সুস্থে সামনে দাঁড়িয়ে থাকা একটা গাড়িতে চেপে পালিয়ে যায় ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রীতিমতো পরিকল্পনা করেই রাজু ঝা কে খুন করেছে দুষ্কৃতীরা ৷ তাঁর গতিবিধির উপরে বেশ কিছুদিন ধরেই নজর ছিল দুষ্কৃতীদের । ঘটনার সময় গাড়ির পিছনের সিটে বসে থাকা ব্রতীন মুখোপাধ্যায় নামে এক ব্যক্তির হাতে গুলি লাগে । পুলিশকে বোকা বানানোর জন্য গাড়ির নম্বরও বদলে ফেলে দুষ্কতীরা ।

প্রসঙ্গত, 1 এপ্রিল শনিবার রাতে দু'নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতা যাওয়ার পথে শক্তিগড়ে দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ হয়ে খুন হন রাজু ঝা । তার বিরুদ্ধে কয়লা পাচারের অভিযোগ ছিল দীর্ঘদিনের । শক্তিগড়ের কাছে রাজুর গাড়ির সামনে থেকে অন্য একটা নীল গাড়ি থেকে তাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় । গাড়ির ভিতরেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন রাজু ।

ABOUT THE AUTHOR

...view details