পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সুইমিং পুলে যুবকের রহস্যমৃত্যু, তদন্তে CBI - Murder

সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে আর ফেরেননি যুবক। বর্ধমান বিবেকানন্দ কলেজের ইংরেজি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র রমেন সামন্তকে খুন করার অভিযোগ এনেছিল পরিবার ।

অভিযোগের তদন্তে আসে CBI-র 8 সদস্যের একটি দল

By

Published : Jul 12, 2019, 10:49 PM IST

আলমগঞ্জ, 12 জুলাই : সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে আর ফেরেননি যুবক। বর্ধমান বিবেকানন্দ কলেজের ইংরেজি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র রমেন সামন্তকে খুন করার অভিযোগ এনেছিল পরিবার । 2012 সালের পরে 7 বছর কেটে গেলেও দোষীরা কেউ ধরা পড়েনি । CID তদন্ত হলেও এখনও মৃত্যুর কারণ জানা যায়নি । এরপরেই রমেন সামন্তর বাবা CBI তদন্তের আবেদন জানান । সেই আবেদনের ভিত্তিতে শুক্রবার দুপুরে বর্ধমান শহরের আলমগঞ্জ এলাকায় কল্পতরু মাঠের সুইমিং পুলে খুনের অভিযোগের তদন্তে আসে CBI-র 8 সদস্যের একটি দল ।

এদিন CBI-র পক্ষ থেকে সুইমিং পুলের কোথায় কত গভীরতা তা খতিয়ে দেখা হয় । এছাড়া যে জায়গায় রমেনের মৃতদেহ উদ্ধার হয়েছিল সেই জায়গার গভীরতা কত ছিল সেটাও খতিয়ে দেখেন তাঁরা । 51 ফুট লম্বা, 21 ফুট চওড়া এই সুইমিং পুল, মেপেও দেখা হয় ।

অভিযোগের তদন্তে আসে CBI-র 8 সদস্যের একটি দল

রমেনের মা অভিযোগ করেন, ঘটনার দিন সন্ধ্যা 7টা নাগাদ সুইমিং পুলে সাঁতার কাটতে গেছিলেন রমেন । কিন্তু রাত হলেও তিনি বাড়ি না ফেরায় তাঁর মা মোবাইল ফোন করেন । কিন্তু কেউ ফোন ধরেনি। রাত 10 টা নাগাদ রমেনের ফোন থেকে তাঁর মাকে ফোন করে জানানো হয় রমেন অসুস্থ । এরপরই পরিবারের লোকজন সুইমিং পুলে গিয়ে রমেনের নিথর দেহ দেখতে পান । রমেনের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে অভিযোগ ।

বর্ধমান থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারে, ওই সুইমিং পুলের পাশে মদের আসর বসত। সুইমিং পুল পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু ত্রুটিও উঠে এসেছিল তদন্তে। এদিন সমস্ত বিষয় খতিয়ে দেখেন CBI-র আধিকারিকরা। যদিও বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে কিছু বলতে চাননি তাঁরা। রমেনের বাবা দেবকুমার সামন্ত বলেন, "পুলিশ এবং CID-র উপর ভরসা না থাকায় CBI তদন্তের আবেদন করেছিলাম ।"

ABOUT THE AUTHOR

...view details