বর্ধমান, 2 জুন: বীরভূমের ইলামবাজারে ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের । তার সঙ্গে ফোনে যোগাযোগ থাকায় শুক্রবার সিবিআই-এর তরফে দুর্গাপুরে ডেকে পাঠানো হল বর্ধমান দক্ষিণ বিধানসভার তৃণমূল বিধায়ক খোকন দাস ও আইনজীবী উদয় কোনারকে। কী কারণে তাঁরা বিধানসভা নির্বাচনী ফল ঘোষণার দিন অনুব্রত মণ্ডলকে ফোন করেছিলেন তা জানতেই ডেকে পাঠানো হয়েছিল। জিজ্ঞাসবাদের পরেই তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে (CBI Called Khokan Das)৷
সাংবাদিক সম্মেলন করে বিধায়ক খোকন দাস জানান, সিবিআই-এর এক মহিলা প্রতিনিধি ফোন করে তাঁকে দুর্গাপুরে সিবিআই দফতরে ডেকে ছিলেন । তিনি জানিয়েছিলেন ইলামবাজারের এক ঘটনায় এক তৃণমূল নেতার মোবাইলে খোকন দাসের মোবাইল নম্বর পাওয়া গিয়েছে । তাই যাদের যাদের মোবাইল নম্বর পাওয়া গিয়েছে তাদের সকলকেই ডেকে পাঠানো হয়েছে । সেই মতো আজকে দুর্গাপুরে গিয়েছিলেন। তাঁর আইনজীবী উদয় কোনার গিয়েছিলেন এদিন ৷