বর্ধমান, 6 অগস্ট: এক মহিলার সাইকেলে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠলো বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ এসএস আলুওলিয়ার গাড়ির বিরুদ্ধে । রবিবারের এই ঘটনার পরে আহত ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করার ব্যবস্থা করেন তৃণমূল কর্মীরা ও এলাকার বিধায়ক ৷ সাংসদের গাড়ির ধাক্কায় এভাবে এক মহিলার আহত হওয়ার ঘটনার নিন্দা করেছেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাস । যদিও বিজেপির দাবি, সাংসদের গাড়ির সামনে একটা টোটো হঠাৎ ব্রেক মারায় বিপত্তি ঘটে । বিজেপির কর্মীরা তাকে হাসপাতালে ভরতি করে ।
স্থানীয় সূত্রে জানা গিছে, এদিন দুপুর নাগাদ উষা হাটি নামে ওই পরিচারিকা জিটি রোড ধরে বীরহাটার দিকে কাজে যাচ্ছিলেন । ওই পথ দিয়ে যাচ্ছিল বিজেপি সাংসদ এসএস আলুওলিয়ার গাড়ি । অভিযোগ, বিজেপি সাংসদের গাড়ি ওই মহিলার সাইকেলে ধাক্কা মারলে তিনি রাস্তায় পড়ে যান । আহত মহিলার দাবি, দুর্ঘটনার সময় গাড়িতেই ছিলেন সাংসদ, কিন্তু তিনি কোনও সাহায্য করেননি ৷ ঘটনাস্থলের কিছুটা দূরেই কার্জনগেটে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সমাবেশ চলছিল । খবর পেয়ে তৃণমূল বিধায়ক খোকন দাস ঘটনাস্থলে যান । তিনি ওই মহিলাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করার ব্যবস্থা করেন । মহিলার হাতে, কোমরে চোট লেগেছে ।
আহত উষা হাটি বলেন, "আমার স্বামী নেই আমি পরিচারিকার কাজ করি । এদিন দুপুরে যখন কাজে যাচ্ছিলাম, একটা গাড়ি আমায় ধাক্কা মারে । আমি রাস্তায় পড়ে যাই । আমি তখন বলি, দেখে গাড়ি চালান । তখন গাড়ির কাঁচ খুলে এক বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া বলেন, ধাক্কা লেগে গেছে তো কী করব । এরপর তিনি গাড়ি নিয়ে চলে যান । কিন্তু এইভাবে কী কেউ কাউকে ধাক্কা মেরে চলে যেতে পারে ।'
আরও পড়ুন: সাংসদদের উপস্থিত থাকতেই হবে, হুইপ জারি বিরোধী আপ-কংগ্রেসের
দিল্লিতে আমলাদের উপর নিয়ন্ত্রণ কার হাতে কবে তা নিয়ে রাজ্যের শাসকদল আম আদমি পার্টি (আপ)-এর সঙ্গে বিরোধ চরমে ওঠে কেন্দ্রীয় সরকারের ৷ জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত ৷ বিরোধীদের অভিযোগ, কেন্দ্রীয় সরকার শীর্ষ আদালতের সেই রায়কে না মেনে কার্যত গায়ের জোরে বিল পাশ করিয়ে আইন প্রণয়ন করতে চাইছে ৷ যা নিয়ে অবিজেপি সবকটি দলের কাছেই এই বিরোধিতা করার জন্য তদ্বির করতে দেখা গিয়েছে কেজরিওয়ালকে ৷
আরও পড়ুন:'দুর্নীতিগ্রস্ত নেতাদের টিকিট দেওয়া হয়নি,' তৃণমূলের ধরনা মঞ্চে বিস্ফোরক উদয়ন
এই ঘটনা প্রসঙ্গে, বর্ধমান দক্ষিণ বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক খোকন দাস বলেন, "কার্জনগেটে অবস্থান বিক্ষোভ চলছিল । সেই রাস্তা দিয়ে বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়ার গাড়ি যাচ্ছিল । সেই সময় বীরহাটা এলাকা দিয়ে একজন মহিলা যাচ্ছিলেন সাইকেল নিয়ে । সাংসদের গাড়ি তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয় । মহিলার হাতে ও কোমরে চোট লেগেছে । দুঃখের বিষয়, সাংসদের গাড়ি তাঁকে ধাক্কা মারার পরে উনি পড়ে গেলেও সাংসদের গাড়ি দাঁড়ায়নি । তার মানবিকতা বলে কিছু নেই । মানুষের প্রতি সহানুভূতি ভালোবাসা নেই । তখন আশেপাশের মানুষ তাঁকে জিজ্ঞাসা করায় তিনি নাকি বলেছেন, ধাক্কা লাগলে তার কী করার আছে । এরপর সাংসদ সেখান থেকে চলে যান । ওই মেয়েটিকে হাসপাতালে আমরা চিকিৎসার জন্য নিয়ে আসি ।" এই বিষয়ে এসএস আলুওয়িয়ার প্রতিক্রিয়া জানতে তাঁকে ফোন করা হলেও ফোন সুইচড অফ থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি । তবে বিজেপি সূত্রে খবর, সাংসদের গাড়ির সামনে একটা টোটো হঠাৎ করে ব্রেক কষলে সাংসদের গাড়িও ব্রেক কষে । এরপর দেখা যায় একজন মহিলা সাইকেল নিয়ে পড়ে গিয়েছেন ৷ স্থানীয় বিজেপি নেতারা তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন ।