পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Burdwan Road Accident : দুর্ঘটনার জেরে মাঝ পুকুরে গাড়ি, স্থানীয়দের তৎরপতায় প্রাণরক্ষা 5 সওয়ারির - Burdwan Road Accident

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গিয়ে পড়ল একটি গাড়ি (Car Lost Control and Fell into Pond in Burdwan City) ৷ বর্ধমান শহরের কাছে নবাবহাটে ঘটনাটি ঘটেছে ৷ একটি অ্যাম্বুলেন্স রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারে ৷ সেই সময় পিছন থেকে আসা এই গাড়িটি ব্রেক চাপলে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গিয়ে পড়ে ৷

Car Lost Control and Fell into Pond in Burdwan City
Car Lost Control and Fell into Pond in Burdwan City

By

Published : Feb 4, 2022, 4:20 PM IST

বর্ধমান, ৪ ফেব্রুয়ারি : নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের মধ্যে পড়ল মারুতি গাড়ি ৷ স্থানীয়দের তৎপরতায় প্রাণ বাঁচল গাড়িতে সওয়ার 5 জনের ৷ আজ সকালে বর্ধমান শহরের নবাবহাটের 108 মন্দিরের কাছে ঘটনাটি ঘটে (Car Lost Control and Fell into Pond in Burdwan City) ৷ জানা গিয়েছে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা মারে ৷ মারুতিটি তার পিছনেই ছিল ৷ তার চালক সংঘর্ষ এড়াতে ব্রেক মারলে মারুতি গাড়িটি পুকুরে গিয়ে পড়ে ৷

স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে গুসকরার দিক থেকে বর্ধমান শহরের দিকে একটি অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে আসছিল ৷ নবাবহাটের কাছে 108 মন্দিরের সামনে অ্যাম্বুলেন্সের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা মারে ৷ যদিও সেই গাড়িতে কেউ ছিলেন না ৷ কিন্তু, ধাক্কার জেরে দাঁড়িয়ে থাকা গাড়িটি অর্ধেক পুকুরে নেমে যায় ৷ ওই সময় পিছনেই মারুতি গাড়িটি আসছিল ৷ অ্যাম্বুলেন্সের দুর্ঘটনা দেখে ওই গাড়ির চালক ব্রেক চাপে ৷ যার জেরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গিয়ে পড়ে ৷ গতি থাকায় গাড়িটি সোজা মাঝ পুকুরে গিয়ে থামে ৷

আরও পড়ুন : truck accident at ashok nagar : নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পণ্যবাহী লরি, মৃত 2

দ্রুত স্থানীয় কয়েকজন পুকুরে ঝাঁপ দেন ৷ তাঁরা গাড়ির কাঁচ ভেঙে ভিতর থেকে 5 জনকে উদ্ধার করেন ৷ অন্যদিকে, দুর্ঘটনাগ্রস্ত অ্যাম্বুলেন্সে এক রোগী ছিলেন ৷ স্থানীয়রা তাঁকেও উদ্ধার করে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করে ৷ ঘটনায় কোনও হতাহতের খবর নেই ৷ কয়েকজন সামান্য আঘাত পেয়েছেন ৷ তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য পুলিশ হাসপাতালে নিয়ে যায় ৷ পরে পুলিশ পুকুর থেকে গাড়িগুলিকে তোলে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details