পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বর্ধমানের কেমরি হাসপাতালকে পূর্ণাঙ্গ কোরোনা হাসপাতাল করার সিদ্ধান্ত প্রশাসনের - বর্ধমান

র্ধমানের গাংপুরের কেমরি বেসরকারি হাসপাতালকে প্রি-COVID হাসপাতাল হিসেবে নেওয়া হয়েছিল । কিন্তু জেলায় দিনে দিনে বাড়ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা । বাড়ছে আক্রান্তের সংখ্যাও । আক্রান্তদের সকলকেই দুর্গাপুরের সনকায় ভরতি করা হচ্ছিল । বর্ধমান থেকে দূরত্ব বেশি হওয়ায় যাতায়াতে সময় বেশি লাগছিল । সব কিছু ভাবনা-চিন্তা করেই কেমরি হাসপাতালকে পূর্ণাঙ্গ কোরোনা হাসপাতালে পরিণত করা হচ্ছে ।

District administration has decided to make Camry Hospital a full fledged COVID hospital

By

Published : May 29, 2020, 11:22 PM IST

বর্ধমান , 29 মে : বর্ধমানের গাংপুরের কেমরি বেসরকারি হাসপাতালকে কোরোনা হাসপাতাল হিসেবে তৈরির উদ্যোগ নিল জেলা প্রশাসন । পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী বলেন, “দুর্গাপুরের সনকা হাসপাতালের উপর চাপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ”

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে , বর্ধমানের গাংপুরের কেমরি বেসরকারি হাসপাতালকে প্রি-COVID হাসপাতাল হিসেবে নেওয়া হয়েছিল । কিন্তু জেলায় দিনে দিনে বাড়ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা । বাড়ছে আক্রান্তের সংখ্যাও । আক্রান্তদের সকলকেই দুর্গাপুরের সনকায় ভরতি করা হচ্ছিল । বর্ধমান থেকে দূরত্ব বেশি হওয়ায় যাতায়াতে সময় বেশি লাগছিল । সব কিছু ভাবনা-চিন্তা করেই কেমরি হাসপাতালকে পূর্ণাঙ্গ কোরোনা হাসপাতালে পরিণত করা হচ্ছে ।

পূর্ব বর্ধমানের জেলাশাসক বিজয় ভারতী বলেন , “কেমরি হাসপাতালকে কোরোনা হাসপাতাল করা হচ্ছে । বিষয়টি নিশ্চিত করে ফেলা হয়েছে । শুধুমাত্র উচ্চ পর্যায়ের অনুমতির অপেক্ষায় রয়েছে । সেখানে 128টি শয্যার ব্যবস্থা আছে । যাবতীয় পরিকাঠামো রয়েছে । ভেন্টিলেটর ও ডায়ালিসিসের ব্যবস্থাও রয়েছে । এছাড়া বর্ধমান শহরের কাছে হওয়ায় যাতায়াতের অনেক সুবিধা হবে । সেক্ষেত্রে অন্য একটা হাসপাতালকে প্রি COVID হাসপাতাল করা হবে । এটা প্রায় সিদ্ধান্ত নেওযা হয়ে গেছে । “

ABOUT THE AUTHOR

...view details