রায়না, 9 ফেব্রুয়ারি: দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে (Businessman Murder At Raina)। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়নার মাধবডিহি থানার ছোট বৈনানের দিঘির কোন এলাকায়। মৃতের নাম হামিদ আলি খান(46)। তাঁর বাড়ি রায়না-2 ব্লকের আরিফপুর গ্রামে। মাধবডিহি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়নার ছোটবৈনান থেকে গোতান যাওয়ার রাস্তায় হামিদ আলির দুটি দোকান রয়েছে। একটা কাপড়ের দোকান আর একটা লটারির টিকিটের দোকান। তিনি রাতে দোকান বন্ধ করে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। তাঁর সঙ্গে থাকা ব্যাগে লক্ষাধিক টাকাও ছিল। মাধবডিহির ছোট দিঘির কোন এলাকায় বাইকে করে আসা 3 জন দুষ্কৃতী তাঁর ব্যাগটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপর দু'জনের মধ্যে ধ্বস্তাধস্তি শুরু হলে এক দুষ্কৃতী পিছন থেকে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুষ্কৃতীরা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায়। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।