পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Businessman Murder At Raina: ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ রায়নায় - Businessman Murder At Raina

এক ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে (Businessman Murder At Raina)। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়নার মাধবডিহি থানার ছোট বৈনানের দিঘির কোন এলাকায়। মৃতের নাম হামিদ আলি খান(46)। তাঁর বাড়ি রায়না-2 ব্লকের আরিফপুর গ্রামে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Businessman Murder At Raina
Businessman Murder At Raina

By

Published : Feb 9, 2022, 6:59 PM IST

রায়না, 9 ফেব্রুয়ারি: দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে গুলি করে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে (Businessman Murder At Raina)। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার রায়নার মাধবডিহি থানার ছোট বৈনানের দিঘির কোন এলাকায়। মৃতের নাম হামিদ আলি খান(46)। তাঁর বাড়ি রায়না-2 ব্লকের আরিফপুর গ্রামে। মাধবডিহি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়নার ছোটবৈনান থেকে গোতান যাওয়ার রাস্তায় হামিদ আলির দুটি দোকান রয়েছে। একটা কাপড়ের দোকান আর একটা লটারির টিকিটের দোকান। তিনি রাতে দোকান বন্ধ করে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। তাঁর সঙ্গে থাকা ব্যাগে লক্ষাধিক টাকাও ছিল। মাধবডিহির ছোট দিঘির কোন এলাকায় বাইকে করে আসা 3 জন দুষ্কৃতী তাঁর ব্যাগটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এরপর দু'জনের মধ্যে ধ্বস্তাধস্তি শুরু হলে এক দুষ্কৃতী পিছন থেকে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে দুষ্কৃতীরা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায়। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: মাওবাদীদের নামে উড়ো চিঠিতে আতঙ্ক ভাতারে

স্থানীয় তৃণমূল নেতা সৈয়দ কলিমুদ্দিন বলেন, "হামিদ আলির লটারির কাউন্টার ছিল। রাতে ছোটবৈনান থেকে সে যখন কাউন্টার বন্ধ করে বাড়ি ফিরছিল সেই সময় 3 জন দুষ্কৃতী বাইকে করে এসে তাঁকে লক্ষ্য করে গুলি করে। তাঁর ব্যাগ ছিনতাই করে পালায়। তাঁকে দুই রাউন্ড গুলি করা হয়েছে। আমরা হাসপাতালে এসে তাঁর শরীরে একটা গুলি দেখেওছি।" মৃতের ভাই হানিফ আলি খান বলেন, "ছোটবৈনান বাজার থেকে গোতান যাওয়ার রাস্তায় আমার দাদার দুটো দোকান রয়েছে। একটা কাপড়ের দোকান আর একটা লটারির দোকান। দাদা ভাল ব্যবসাদার। রাত সাড়ে নটা থেকে সাড়ে দশটার মধ্যে বাড়ি ফেরেন। মঙ্গলবার রাতে আমরা জানতে পারি দাদাকে গুলি করা হয়েছে। আমার দাদা কোনও রাজনৈতিক দলের সঙ্গেই যুক্ত নন। কে বা কারা দাদাকে খুন করল সেটা পুলিশের খুঁজে বের করা উচিত।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details