বর্ধমান, 20 মার্চ: অতিরিক্ত দামে মাস্ক বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে আটক করল বর্ধমান থানার পুলিশ । ওই ব্যবসায়ীর নাম স্বপনকুমার বসু ৷ গতরাতে তাকে বর্ধমানের কার্জনগেট এলাকা থেকে আটক করা হয় ।
মাস্কের কালোবাজারির অভিযোগে আটক ব্যবসায়ী
সাধারণ মাস্কও বিক্রি করছিলেন চড়া দামে ৷ এই অভিযোগে বর্ধমানের কার্জনগেট এলাকার এক ব্যবসায়ীকে আটক করল পুলিশ ৷ দোকান থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রচুর সংখ্যক মাস্ক ৷
গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ কার্জনগেটের পাশে বৈদ্যনাথ কাটরার একটি দোকানে হানা দেয় । ওই দোকানে স্বপনকুমার কম দামের মাস্কও বেশ চড়া দামেই বিক্রি করছিল বলে অভিযোগ ৷ দোকান থেকে প্রচুর সংখ্যক মাস্ক বাজেয়াপ্ত করা হয়েছে ।
কোরোনা আতঙ্ক এখন রাজ্য তথা গোটা দেশে ৷ ধুম পড়ে গিয়েছে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজ়ার কেনার ৷ এই পরিস্থিতিতে বাজারে প্রায় মিলছেই না এই দুটি জিনিস ৷ যাও বা মিলছে তার দাম আকাশ ছোঁয়া ৷ মাস্কের এই অপ্রতুলতার ফায়দা তুলছেন একদল ব্যবসায়ী ৷ কম দামি মাস্কেরও দাম হাঁকাচ্ছেন চড়া ৷ 10-15 টাকার যে মাস্কগুলো বাসে-রাস্তায় বিক্রি হতে দেখা যেত সেগুলোর দাম এখন 50 টাকার উপরে ৷ একটু ভালো মানের মাস্ক কিনতে গেলে খসাতে হচ্ছে 300 টাকা, যেগুলো আগে ছিল 50-60 টাকা ৷ এই অবস্থায় মাস্কের এই কালোবাজারি উপর রাশ টানতে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন ৷ যেসব ব্যবসায়ীরা এভাবে মাস্কের কালোবাজারি করবেন তাদের আটক করা হবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷