বর্ধমান, 8 জানুয়ারি : রাজ্যে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ । পরিস্থিতি সামাল দিতে রাজ্যের গাইডলাইনের পাশাপাশি আরও বেশ কিছু নিয়ম লাগু করল বর্ধমান উত্তর মহকুমা শাসকের দফতর । বর্ধমান পৌরসভা এলাকায় দোকান-বাজার খোলার ক্ষেত্রে বেশ কিছু বিধি-নিষেধ আরোপ করা হয়েছে (Burdwan Sub-division has issued a set of new Covid Rules)।
ওই নির্দেশিকায় জানানো হয়েছে,
- উল্লাস থেকে নবাবহাটের দিকে রাস্তার বাঁ দিকের দোকান সোমবার, বুধবার, শুক্রবার বন্ধ থাকবে । ওই রাস্তার ডানদিকের দোকান মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ থাকবে ।
- কার্জন গেট থেকে উত্তর ফটকের দিকের রাস্তার বাঁ দিকের দোকান সোমবার, বুধবার এবং শুক্রবার বন্ধ থাকবে ৷ ওই রাস্তায় ডানদিকের দোকান মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ থাকবে ৷
- আরবি ঘোষ রোড থেকে হাসপাতাল পর্যন্ত বাঁ দিকের দোকান সোমবার, বুধবার এবং শুক্রবার বন্ধ থাকবে ৷ একই রাস্তার ডানদিকের দোকানগুলি মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার বন্ধ থাকবে ৷
- বর্ধমান স্টেশন থেকে রানিগঞ্জ বাজার পর্যন্ত রাস্তার বাঁ দিকের দোকান শুধুমাত্র শুক্রবার বন্ধ থাকবে ৷ ওই রুটের ডানদিকের দোকানগুলি মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।