বর্ধমান, 26 ফেব্রুয়ারি : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে রয়েছে দেশ তথা রাজ্যের বিভিন্ন জেলার বহু ছাত্রছাত্রী ৷ তেমনই একজন বর্ধমানের রোহিত ভগত । তাঁর বাড়ি বর্ধমানের রায়ান-1 পঞ্চায়েতের নারানদিঘি এলাকায় । সাড়ে তিন বছর আগে, 2019-এ কমম্পিউটার সায়েন্স ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনার জন্য তিনি ইউক্রেনের পলতভা শহরে যান (Burdwan student stuck in Ukraine trying to come back India) ।
বৃহস্পতিবার হঠাৎ যুদ্ধ ঘোষণা হওয়ায় রোহিত এবং তাঁর মতো আরও অনেকে ইউক্রেন থেকে বেরনোর চেষ্টা করছেন । রোহিত জানতে পেরেছে, ভারত সরকার তাঁদের দেশে ফেরানোর চেষ্টা করছে । সড়কপথে হাঙ্গেরির সীমান্তবর্তী এলাকা থেকে দেশে ফেরার সুযোগ পেতে পারে রোহিতরা ।
ইউক্রেন থেকে বর্ধমানে বাড়িতে ভিডিয়ো কলে তিনি জানালেন, যাঁরা গাড়ি জোগাড় করতে পেরেছেন, তাঁরা সীমান্ত এলাকায় চলে যাচ্ছেন । যাঁদের কাছে গাড়ি নেই, তাঁরা এক থেকে দেড় লক্ষ টাকা দিয়ে সেখানে পৌঁছনোর চেষ্টা করছেন । স্বভাবত রোহিতকে নিয়ে চিন্তায় আছে তাঁদের পরিবার ৷