কোরোনা মোকাবিলায় প্রস্তুত 'অর্জুন' - special train
কোরোনা মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে তৈরি হল স্পেশাল ট্রেন অর্জুন ।
বর্ধমান , 3 এপ্রিল : কোরোনা মোকাবিলায় দেশজুড়ে তৈরি করা হয়েছে কোরোনা হাসপাতাল । ভারত এখন সংক্রমণের দ্বিতীয় পর্যায়ে রয়েছে । তৃতীয় পর্যায় হচ্ছে গোষ্ঠী সংক্রমণ। সেই পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যাবে তা নিয়ে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্যমন্ত্রক । তাই স্বাস্থ্যকর্মীরা যাতে সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যেতে পারেন সেই জন্য প্রস্তুত রাখা হয়েছে "অর্জুনকে"।
অর্জুন একটা স্পেশাল ট্রেন । পশ্চিমবঙ্গে স্বাস্থ্যকর্মীদের এবং রেল দপ্তরের জরুরি পরিষেবা দেওয়ার জন্য স্পেশাল ভাবে এই ট্রেনকে প্রস্তুত রাখা হয়েছে । পূর্ব রেলওয়ে সূত্রে জানা গেছে, দুটি E M U (electrical multiple unit) ট্রেনের ইউনিটকে যুক্ত করে এই ট্রেনকে সবসময়ের জন্য প্রস্তুত রাখা হয়েছে ।
অর্জুন মূলত স্বাস্থ্যকর্মী এবং কোরোনা রুখতে রেল দপ্তরের যে সব কর্মীরা জরুরি পরিষেবা দিচ্ছেন তাঁদের এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত নিয়ে যাওয়ার জন্যই তৈরি করা হয়েছে ।