বর্ধমান, 18 অক্টোবর: হাওড়ায় ডাকাতির ঘটনায় যুক্ত গাড়ি আটক করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ৷ জানা গিয়েছে, হাওড়ার রামরাজাতলা স্টেশন রোড এলাকায় একটা বেসরকারি গোল্ড লোন সংস্থায় ডাকাতি হয়৷ ডাকাতির ঘটনায় যুক্ত একটি গাড়ি বর্ধমানে আটক করতেই তা থেকে বেশ কিছু সোনা পাওয়া গিয়েছে৷ যদিও গাড়িতে থাকা চারজন দুষ্কৃতী পালিয়ে যায়৷
হাওড়ার ডাকাতির ঘটনায় যুক্ত গাড়ি আটক বর্ধমানে, মিলল সোনা - হাওড়া পুলিশ কমিশনারেট
হাওড়ায় ডাকাতির ঘটনায় যুক্ত গাড়ি আটক করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ৷ আনুমানিক প্রায় 26 কেজি সোনার গয়না লুট করে দুষ্কৃতীরা চম্পট দেয়৷ এরপরেই পূর্ব বর্ধমান জেলাজুড়ে বিভিন্ন এলাকায় পুলিশ নাকা চেকিং শুরু করে। বিকেল নাগাদ বর্ধমান শহরের নবাবহাট এলাকায় পুলিশ একটি গাড়ি আটক করে। ওই গাড়ি থেকে বেশ কিছু সোনার গয়না মিলেছে ৷
গতকাল হাওড়া রামরাজাতলা স্টেশন রোড এলাকায় একটি গোল্ড লোন সংস্থায় সিকিউরিটি গার্ডদের মারধর করে সোনা লুঠপাট করা হয় বলে অভিযোগ৷ আনুমানিক প্রায় 26 কেজি সোনার গয়না লুট করে দুষ্কৃতীরা চম্পট দেয়৷ এরপরেই পূর্ব বর্ধমান জেলাজুড়ে বিভিন্ন এলাকায় পুলিশ নাকা চেকিং শুরু করে। বিকেল নাগাদ বর্ধমান শহরের নবাবহাট এলাকায় পুলিশ একটি গাড়ি আটক করে। ওই গাড়ি থেকে বেশ কিছু সোনার গয়না মিলেছে৷ বিষয়টি হাওড়া পুলিশ কমিশনারেটকে জানানো হয়েছে।
পূর্ব বর্ধমান জেলার অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিনহা রায় বলেন, "হাওড়ার ঘটনার কারণে নাকা চেকিং চলছিল। বিকেল নাগাদ নবাবহাট এলাকায় বর্ধমান জেলা পুলিশের নেতৃত্বে নাকা চেকিং করার সময় আটক একটি গাড়ি থেকে বেশ কিছু সোনার গয়না পাওয়া গিয়েছে৷ যেহেতু হাওড়া পুলিশ কমিশনারেট তদন্ত করছে তাই বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে গাড়ি আটক করে সেখানে খবর দেওয়া হয়েছে৷" পুলিশের প্রাথমিক অনুমান, গাড়িতে চারজন দুষ্কৃতী ছিল৷ তারা সকলেই পলাতক৷ তাদের সন্ধানে শুরু হয়েছে তল্লাশি ৷