পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Nov 30, 2019, 9:57 PM IST

ETV Bharat / state

লক্ষাধিক টাকার চোরাই সামগ্রী উদ্ধার বর্ধমানে

প্রায় 1 লাখ টাকার চোরাই সামগ্রী উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ । বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ সংলগ্ন এলাকার একটি বাড়ি থেকে চোরাই সামগ্রীগুলি উদ্ধার হয়েছে । চুরিতে জড়িত সন্দেহে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । পূর্ব বর্ধমানের DSP (হেডকোয়ার্টার) সৌভিক পাত্র জানিয়েছেন, অভিযুক্ত 5 জনের পাশাপাশি আরও একটি চক্র এই ঘটনার সঙ্গে যুক্ত আছে । পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ।

Burdwan Police recovered stolen goods
গ্রেপ্তার 5

বর্ধমান, 30 নভেম্বর : প্রায় 1 লাখ টাকার চোরাই সামগ্রী উদ্ধার করল বর্ধমান থানার পুলিশ । বর্ধমান শহরের লক্ষ্মীপুর মাঠ সংলগ্ন এলাকার একটি বাড়ি থেকে চোরাই সামগ্রীগুলি উদ্ধার হয়েছে । চুরিতে জড়িত সন্দেহে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

পুলিশ সূত্রে জানা গেছে, বর্ধমান থানা এলাকায় বেশ কিছুদিন ধরে চুরির অভিযোগ জমা পড়েছিল । সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ । তাদের জিজ্ঞাসাবাদ করে লক্ষ্মীপুর মাঠ সংলগ্ন এলাকার একটি বাড়ির খোঁজ পায় । শুক্রবার রাতে ওই বাড়িতে অভিযান চালায় পুলিশ । পুলিশ জানিয়েছে, ওই বাড়ি ভাড়া নিয়ে চোরাই সামগ্রী মজুত করে রাখা হচ্ছিল । পুলিশি অভিযানে 1600 কেজি অ্যালুমিনিয়াম, 120 টি মোবাইল টাওয়ারের ব্যাটারি, 200 কেজি তামা ও পিতলের জিনিসপত্র, 350 কেজি অ্যালুমিনিয়ামের তার, 500 কেজি রাবারের কেবল এবং 250 কেজি আয়রন উদ্ধার হয়েছে ।

পূর্ব বর্ধমানের DSP (হেডকোয়ার্টার) সৌভিক পাত্র বলেন, বর্ধমান শহরের হাটু দেওয়ান, দেওয়ান দিঘি সহ বেশ কিছু জায়গা থেকে চুরির অভিযোগ জমা পড়েছিল । সেইসব অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বর্ধমান পুলিশ । ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে । তাদের মধ্যে একজনের বাড়ি বর্ধমানের ভাতার থানা এলাকায় । বাকি 4 জন বর্ধমান শহরের বাসিন্দা । তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, চোরাই সামগ্রী বেনফেড লেন এলাকার এক ব্যক্তিকে বিক্রি করা হত । ওই 5 জনের পাশাপাশি আরও একটি চক্র এই ঘটনার সঙ্গে যুক্ত আছে বলে জানান সৌভিক পাত্র । পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ।

ABOUT THE AUTHOR

...view details