পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাঙা হবে বেআইনি বাড়ি, সিদ্ধান্ত বর্ধমান পৌরসভার

এবার বর্ধমানে বেআইনিভাবে তৈরি হওয়া বাড়িগুলির বিষয়ে সিদ্ধান্ত নিল বর্ধমান পৌরসভা ৷ পাশাপাশি পৌরসভার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তৃণমূলের বিধায়ক খোকন দাস ৷

ভাঙা হবে বেআইনি বাড়ি, সিদ্ধান্ত বর্ধমান পৌরসভার
ভাঙা হবে বেআইনি বাড়ি, সিদ্ধান্ত বর্ধমান পৌরসভার

By

Published : Jun 16, 2021, 11:12 PM IST

বর্ধমান, 16 জুন : বর্ধমান শহরে বেআইনিভাবে তৈরি হওয়া বাড়ির বিষয়ে এবার আইনি পদক্ষেপ নিতে চলেছে বর্ধমান পৌরসভা ৷ এমনকি বেশ কিছু বাড়ি ভেঙে ফেলা হবে বলেও জানিয়েছেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক খোকন দাস ৷


বর্ধমান পৌরসভা সূত্রে খবর , এলাকায় বেআইনিভাবে তৈরি হওয়া 12 টি বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আরও 131 টি বাড়িকে চিহ্নিত করা হয়েছে যা বেআইনিভাবে তৈরি । পৌরসভার কোনও অনুমতি ছাড়াই বড় বড় বিল্ডিং তৈরি করা হয়েছে ৷ এবার সেই বাড়িগুলির ব্যাপারেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷


তৃণমূলের বিধায়ক খোকন দাস বলেন, "বর্ধমান পৌরসভায় একটা বৈঠক হয়। বৈঠকে এস ডিও ছাড়াও বর্ধমান থানার আইসি, পৌরসভার আধিকারিকরাও উপস্থিত ছিলেন। সেখানে একটি আলোচনায় বেআইনি বাড়িরগুলির বিষয়ে আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ পুলিশের সাহায্যও চাওয়া হয়েছে । যত তাড়াতাড়ি সম্ভব বর্ধমান পৌরসভা এই ব্যবস্থা নেবে ৷ যে সমস্ত বাড়িগুলি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেইসব বাড়ির লোকেদের সঙ্গে কথা বলা হবে ৷ যদি দেখা যায় বাড়িগুলি খুব বেশী প্ল্যানের বাইরে গিয়ে তৈরি হয়েছে , সেক্ষেত্রে সেগুলি ভেঙে ফেলা হবে ৷ কিন্তু যদি দেখা যায় , প্ল্যানের খুব বেশী বাইরে গিয়ে বাড়ি তৈরি হয়নি , সেক্ষেত্রে ছাড় দেওয়া হবে ৷ "

আরও পড়ুন :Jagdeep Dhankhar : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারপার্সনের সঙ্গে 'সৌজন্য সাক্ষাৎ' ধনকড়ের

তিনি আরও জানান, শহরে যাঁরা সাবমার্সিবল পাম্প বসাতে চায় , তারা পৌরসভার কাছে আবেদন করতে পারবে ৷ সেক্ষেত্রে তাঁদের পাঁচ হাজার টাকা জমা দিতে হবে ৷ তাহলেই তাদের অনুমতি দেওয়া হবে। কিন্তু যাঁরা কোনও কাগজপত্র ছাড়াই পাম্প বসিয়েছেন তাঁদের দশ হাজার টাকা করে ফাইন দিতে হবে।

ABOUT THE AUTHOR

...view details