বর্ধমান, 23 মার্চ : বর্ধমানের রসিকপুরে বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে এক শিশুর । গুরুতর আহত হয়েছে আরও এক শিশু । যে ঘটনায় গোটা রাজ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ৷ বিষয়টি নজরে রয়েছে নির্বাচন কমিশনেরও ৷ মঙ্গলবার সেই রসিকপুর এলাকায় ঘটনাস্থান খতিয়ে দেখতে এল ফরেনসিক বিশেষজ্ঞের দুই সদস্যের দল । দলে ছিলেন ফরেনসিক বিশেষজ্ঞ চিত্রাক্ষ সরকার ও আকাশ দাস । তাঁরা ঘটনাস্থান থেকে রক্তের নমুনা সহ অন্যান্য নমুনা সংগ্রহ করেন । ইতিমধ্যে সেই নমুনা তদন্তকারী আধিকারিকদের পাঠানো হয়েছে বলে জানালেন ফরেনসিক বিশেষজ্ঞেরা ।
বর্ধমানে বিস্ফোরণস্থল খতিয়ে দেখতে এল ফরেনসিক দল আরও পড়ুন: ফের বোমা বিস্ফোরণ বর্ধমানে, শিশুর মৃত্যু
সোমবার বর্ধমান শহরের রসিকপুর এলাকায় পরপর দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পায় বাসিন্দারা । স্থানীয় ঘটনাস্থানে ছুটে গিয়ে দেখে, দুটি শিশু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে । এদের মধ্যে শেখ আফরোজ নামে এক শিশুর মৃত্যু হয় । আরও এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান হাসপাতালে চিকিৎসাধীন । তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ । আজ ঘটনাস্থান থেকে নমুনা সংগ্রহ করল দুই সদস্যের ফরেনসিক দল ।
এদিন ফরেনসিক বিশেষজ্ঞ চিত্রাক্ষ সরকার বলেন, ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে । সেই সমস্ত রিপোর্ট তদন্তকারী আধিকারিকদের পাঠান হয়েছে ।