বর্ধমান, 17 মে : ধর্মরূপী সারমেয়কে মনে আছে? মহাপ্রস্থানের পথে পঞ্চপাণ্ডবের সঙ্গী হয়েছিল ওই ধর্মরূপী সারমেয় । কুকুরের প্রভুভক্তিকে ঘিরে তৈরি হয়েছে একাধিক চলচ্চিত্র । কুকুরের সঙ্গে প্রভুর আত্মার সম্পর্ক যে কোথায় তা আবারও উঠে এল দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান জেলার এই ঘটনায় ।
বর্ধমানে কুকুরের শ্রাদ্ধ, স্মরণে দেওয়া হল ইলিশ মাছ-চিকেন স্টু - বর্ধমানে কুকুরের শ্রাদ্ধ, পাতে দেওয়া হল ইলিশ মাছ , চিকেন স্টু
বর্ধমান শহরের 14 নং ওয়ার্ডের নীলপুর মধ্যপাড়া এলাকায় দুলাল চক্রবর্তী নামে এক ব্যক্তি বছর দশেক আগে একটা কুকুরছানা নিয়ে এসেছিলেন । নাম রাখা হয়েছিল ডোডো । গত 15 মে হঠাৎ করে অসুস্থ হয়ে ডোডো মারা যায় । আজ ষোড়শোপচারে ডোডোর শ্রাদ্ধ করে ওই পরিবার ।
বর্ধমান শহরের 14 নং ওয়ার্ডের নীলপুর মধ্যপাড়া এলাকায় দুলাল চক্রবর্তী নামে এক ব্যক্তি বছর দশেক আগে একটা কুকুরছানা নিয়ে এসেছিলেন । নাম রাখা হয়েছিল ডোডো । গত 15 মে হঠাৎ করে অসুস্থ হয়ে ডোডো মারা যায় । আজ ষোড়শোপচারে ডোডোর শ্রাদ্ধ করে ওই পরিবার । দুলাল চক্রবর্তীর মেয়ে সুপর্ণা বলেন, " ডোডোকে আমরা বাড়ির ছেলে বলে মনে করতাম । আমাদের পরিবারের সদস্য ছিল । ওকে আমার দিদি ছেলের মতো মনে করত । লকডাউনের মধ্যেও দিদি সপ্তাহে একদিন কলকাতা থেকে ওকে দেখতে আসত । এর মধ্যে হঠাৎ করে ডোডো অসুস্থ হয়ে মারা যায় । তাই ওর আত্মার শান্তির জন্য শ্রাদ্ধের আয়োজন করা হয় । ডোডো ইলিশ মাছ, চিকেন স্টু, কুমড়োর তরকারি, ডিমের কুসুম, কলাই সেদ্ধ, কুমড়োর তরকারি খেতে ভালোবাসত ৷ তাই আজ সবকিছুই শ্রাদ্ধে দেওয়া হয়েছে । "
বর্ধমানের ভাতছালা এলাকার বাসিন্দা শ্রাদ্ধের পুরোহিত সুখেন্দু ভট্টাচার্য বলেন, " এই ধরনের শ্রাদ্ধ জীবনে কোনদিন করিনি । তবে ওদের পশুর প্রতি ভালোবাসা দেখে খুব ভালো লাগল । পশুদের এইভাবেই ভালোবাসা উচিত । "