মন্তেশ্বর, 19 নভেম্বর : বাবা চেয়েছিলেন ছেলে ঘরে ফিরে আসুক ৷ ছেলে ফিরল, তবে কফিনবন্দী হয়ে ৷ মঙ্গলবার কফিনবন্দী হয়ে BSF জওয়ানের মৃতদেহ ফিরে এল মন্তেশ্বর গ্রামে ৷ মৃত ওই জওয়ানকে শেষ দেখা দেখতে উপচে পড়ে ভিড় । ছেলে ছিল BSF-র হেড কনস্টেবল ৷ নাম উত্তম গড়াই (43) ৷
গত 16 নভেম্বর সকালে BSF-র ট্রাকে করে কাজে যাচ্ছিলেন ৷ সেই সময় রাজস্থানে যোধপুরের কাছে 68 নম্বর জাতীয় সড়কে একটি ভলভো বাসের সঙ্গে BSF- র ওই ট্রাকটির ধাক্কা লাগে ৷ ওই পথ দুর্ঘটনায় 9 জন BSF জওয়ান আহত হন ৷ তারই মধ্যে ছিলেন উত্তম গড়াই, তাঁকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় সেনা হাসপাতালে ভরতি করা হয়েছিল ৷ রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থাতেই উত্তমবাবুর মৃত্যু হয় ৷