গলসি, 10 জুন : গলসিতে উদ্ধার দশটি বোমা ৷ যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ পূর্ব বর্ধমানের গলসির উচ্চগ্রামের ঘটনা ৷ স্থানীয়রাই গ্রামের একটি ইটভাটা সংলগ্ন স্থানে প্লাস্টিকের জারে বোমাগুলি দেখতে পেয়ে গলসি থানায় খবর দেয় ৷ পুলিশ এসে বোমাগুলি নিস্ক্রিয় করে ৷
স্থানীয় সূত্রে খবর , ইটভাটা সংলগ্ন স্থানে শ্রমিকদের থাকার ঘর আছে । সেই ঘরগুলিতে এখন শ্রমিক না থাকায় সেগুলি বন্ধ হয়ে পড়ে রয়েছে । পাশাপাশি লকডাউনের জেরে এখন ইটভাটাও বন্ধ ৷ কিন্তু শ্রমিকদের বেশীরভাগই স্থানীয় ৷ তাঁদেরই একজন নির্দিষ্ট ঘরটিতে ঢুকলে লক্ষ্য করে জার ভর্তি বোমা ৷ স্থানীয়রা থানায় খবর দেন ৷ খবর পেয়ে পুলিশ বম্ব স্কোয়াডকে খবর দেয় ৷ তাঁরা এসে বোমাগুলি নিস্ক্রিয় করেন ৷