পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ক্লাব দখল ঘিরে বোমাবাজির অভিযোগ, বর্ধমানে মৃত এক - বোমাবাজিতে মৃত্যু

ক্লাব দখলকে কেন্দ্র করে বর্ধমান শহরে বোমাবাজি অভিযোগ উঠল । ঘটনায় মৃত 1 । পুলিশি তদন্ত শুরু হয়েছে ।

ক্লাব দখল করতে বোমাবাজির অভিযোগ
ক্লাব দখল করতে বোমাবাজির অভিযোগ

By

Published : Feb 15, 2021, 12:59 PM IST

বর্ধমান, 15 ফেব্রুয়ারি : ক্লাব দখলকে কেন্দ্র করে বোমাবাজির অভিযোগ । ঘটনার জেরে উত্তপ্ত বর্ধমান শহরের ডাঙাপাড়া এলাকা । গতরাতের এই ঘটনায় মৃত্যু হয়েছে 1 জনের । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বর্ধমান থানার পুলিশ।

বর্ধমানের 19 নম্বর ওয়ার্ডে একটি ক্লাবের দখল ঘিরে দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা শুরু হয় । আকবর ওরফে কালু নামে এক ব্যক্তি ওই ক্লাবের সম্পাদক ছিলেন । তাঁর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠায় ক্লাব সম্পাদকের পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয় । ওই পদে মুন্না নামে অপর এক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয় । মুন্নার বিরুদ্ধে অভিযোগ ওঠে, সে কিছুদিন ধরে বিজেপির হয়ে কাজ করছিল । চলতি মাসের 22 ফেব্রুয়ারি দিঘা যাওয়ার জন্য ব্যানার টাঙানো হয়েছিল । মুন্নার লোকজন সেই ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দেয় । এই ঘটনার জেরে ফের কালুকে ক্লাব সম্পাদকের পদ ফিরিয়ে দেওয়া হয় ।

আরও পড়ুন : নতুন কার্যালয় উদ্বোধনকে ঘিরে পুরুলিয়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব

অভিযোগ, গতরাতে ক্লাবের সদস্যরা যখন খাওয়া-দাওয়া করছিলেন সেই সময় মুন্নার লোকজন ক্লাব লক্ষ্য করে বোমা ছোড়ে । লাঠি, কুড়ুল দিয়ে কালুর মাথায় আঘাত করে । আঘাতে কালুর মাথা ফেটে যায় । এছাড়া জসিমউদ্দিন নামে আরও এক ব্যক্তির উপর হামলা হয় ।

ক্লাব দখলকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব । দেখুন ভিডিয়ো.....

কালুকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হলে রাতে তাঁর মৃত্যু হয় । ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে যায় বর্ধমান থানার পুলিশ আসে । যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details