পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

10 লাখ চেয়ে ফোন ও বোমাবাজি, বন্ধের হুঁশিয়ারি ব্যবসায়ীদের - Burdwan

বর্ধমানে বিরিয়ানির দোকানে বোমাবাজির ঘটনায় জখম 6 ।

বর্ধমানে বিরিয়ানির দোকানে বোমাবাজি

By

Published : Aug 24, 2019, 5:58 PM IST

বর্ধমান, 24 অগাস্ট : ফোন করে 10 লাখ টাকা তোলা চেয়েছিল দুষ্কৃতীরা । টাকা না দেওয়ায় দোকানে বোমাবাজি করে তারা । ঘটনাটি বর্ধমানের । বর্ধমান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । অভিযুক্তদের 48 ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে না পারলে 11টি জেলায় ব্যবসা বন্ধের হুমকি দিয়েছেন চেম্বার অফ ট্রেডার্সের সম্পাদক চন্দ্রবিজয় যাদব ।

গতরাত 10টা নাগাদ বর্ধমানের টাউনহল সংলগ্ন একটি বিরিয়ানির দোকানের মালিককে 10 লাখ টাকা চেয়ে ফোন করে দুষ্কৃতীরা । তারা জানায়, টাকা না দিতে পারলে বোমা মেরে দোকান উড়িয়ে দেবে । অভিযোগ, ফোন করার ঠিক 1 ঘণ্টা পর দোকান লক্ষ্য করে বোমা মারে দুষ্কৃতীরা । ঘটনায় জখম হয় দোকানের 6 কর্মী ।

বর্ধমান চেম্বার অফ ট্রেডার্সের সম্পাদক চন্দ্রবিজয় যাদব বলেন, "মোবাইলে ফোন করে দোকানের মালিকের কাছে 10 লাখ টাকা চাওয়া হয় । ফোন করার 1 ঘণ্টা পরই দোকান লক্ষ্য করে বোমাবাজি করা হয় । পুলিশ ইচ্ছা করলেই এই ঘটনায় অভিযুক্তদের ধরতে পারে । আমরা পুলিশ সুপারকে বিষয়টি জানিয়েছি । তিনি 48 ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করবে বলে আশ্বাস দিয়েছেন । কিন্তু পুলিশ যদি 48 ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারে তাহলে বর্ধমান জেলা সহ 11টি জেলায় লাগাতার ব্যবসা বন্ধ শুরু হবে ।"

ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে বর্ধমান থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details