পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আউশগ্রামে উদ্ধার 22টি বোমা - আউশগ্রামে বোমা উদ্ধার

খবর দেওয়া হয় সিআইডি বম্ব স্কোয়াডকেও । বোমা উদ্ধারের ঘটনায় তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে দোষরোপ করেছে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পিচকুরি উত্তরপাড়ার এক বিজেপি কর্মীর ভাইয়ের বাড়ির পিছন দিক থেকে এই বোমাগুলি উদ্ধার হয় ৷ গ্রামবাসীরাই পুলিশে খবর দেন ৷

আউশগ্রামে উদ্ধার 22 টি বোমা
আউশগ্রামে উদ্ধার 22 টি বোমা

By

Published : May 7, 2021, 9:16 PM IST

আউশগ্রাম, 7 মে : পূর্ব বর্ধমানের আউশগ্রাম বিধানসভার পিচকুড়ি গ্রামে একটা জমির জলা অংশ থেকে 22টি বোমা উদ্ধার করা হল ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ৷ গ্রামবাসীরা বোমাগুলি দেখে খবর দেন থানায় ৷ ঘটনাস্থলে যায় আউশগ্রাম থানার পুলিশ। আসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ।

খবর দেওয়া হয় সিআইডি বম্ব স্কোয়াডকেও । বোমা উদ্ধারের ঘটনায় তৃণমূল ও বিজেপি একে অপরের বিরুদ্ধে দোষরোপ করেছে ৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পিচকুরি উত্তরপাড়ার এক বিজেপি কর্মীর ভাইয়ের বাড়ির পিছন দিক থেকে এই বোমাগুলি উদ্ধার হয় ৷ গ্রামবাসীরাই পুলিশে খবর দেন ৷

স্থানীয় বাসিন্দা হাসনা বিবি বলেন, ‘‘মাঠে ছেলেরা গোরু-ছাগল চড়াতে যায় । সেখানে বোমা পাওয়া গেছে । খুব আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি । ছোট ছোট ছেলেরা ঘর থেকে বেরোতে পারছে না । আমরা চাই গ্রামে শান্তি ফিরুক ।’’

আরও পড়ুন : অক্সিজেন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা



গ্রামবাসী মোস্তফা শেখ বলেন, ‘‘পিচকুড়ি উত্তরপাড়া গ্রামে আমার বাড়ি থেকে কিছুটা দুরেই একটা মাঠে 22 টা বোমা পাওয়া গেছে । এলাকার সবাই আতঙ্কের মধ্যে আছে । মাঝেমধ্যেই এখানে অশান্তি চলছে ।’’

ABOUT THE AUTHOR

...view details