জামালপুর (পূর্ব বর্ধমান), 16 অক্টোবর: পূর্ব বর্ধমানের জামালপুরের জ্যোতশ্রীরামে অমরপুর এলাকায় তৃণমূলের অস্থায়ী পার্টি অফিসে বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য (Bomb Recovers at TMC Party Office in Jamalpur) ৷ জামালপুর থানার পুলিশ বোমাগুলি উদ্ধার করেছে ৷ ঘটনার জেরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷
সূত্রের খবর, অমরপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের দু’টি গোষ্ঠী রয়েছে ৷ উপপ্রধান তপন দে’র এবং জ্যোতশ্রীরাম অঞ্চল সভাপতি কার্তিক ঘোষের গোষ্ঠীর মধ্যে প্রায়ই ঝামেলা হয় বলে অভিযোগ স্থানীয়দের ৷ এই বোমা উদ্ধারের ঘটনায় একে অন্যের উপর দোষ চাপিয়েছে ৷ এই ঘটনায় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন দে’র অনুগামীদের দাবি, স্থানীয় তৃণমূল নেতা হীরু শেখের একটি ধানকল রয়েছে ৷ সেখানেই একটি অস্থায়ী পার্টি অফিস রয়েছে ৷ তবে, সেখানে তৃণমূলের কোনও কাজকর্ম হয় না ৷ সেখানে তৃণমূলের লোকজন যায় আড্ডা দেওয়া জন্য ৷ গতকাল অনেক রাত পর্যন্ত ওই অস্থায়ী পার্টি অফিসে বেশ কয়েকজন তৃণমূল কর্মী আড্ডা দিয়ে বাড়ি ফিরে যান ৷ তখনও পর্যন্ত সব স্বাভাবিক ছিল বলে দাবি তপন দে গোষ্ঠীর ৷ কিন্তু, এ দিন সকালে তাঁরা শোনেন পার্টি অফিসে বোমা উদ্ধার করেছে পুলিশ ৷