বর্ধমান, 4 জুলাই : ভর সন্ধ্যায় বোমাতঙ্ক বর্ধমানের পূর্বস্থলীতে ৷ পূর্বস্থলী স্টেশনে রেললাইন থেকে উদ্ধার বোমা ৷ স্টেশন সন্নিকটে বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷
রবিবার বিকেলে পূর্বস্থলী স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বোমাটি উদ্ধার করা হয় ৷ চার নম্বর প্ল্যাটফর্মে একটি ট্রেন দাঁড়িয়ে ছিল ৷ সেই সময় ট্রেনের নীচে গোলাকার বস্তু দেখতে পান অন্যান্য যাত্রীরা ৷ খবর দেওয়া হয় স্টেশন মাস্টারকে ৷