তালিত , 18 এপ্রিল : পঞ্চম দফায় ভোট সম্পন্ন হয়েছে তালিতে ৷ তারপরই পরিত্যক্ত এক বাড়ি থেকে পাঁচ কৌটো বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল । খবর পেয়ে পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় এবং দামোদরের চরে গিয়ে তা নিস্ক্রিয় করে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , বাঘার পঞ্চায়েতের তালিত গ্রামের ঝাপানডাঙা এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে বোমাগুলি মজুত করা ছিল । খবর পেয়ে ঘটনাস্থলে যায় দেওয়ানদিঘি থানার পুলিশ । তবে কে বা কারা সেখানে বোমা মজুত করেছিল তা নিয়ে ধন্দে রয়েছে পুলিশ । বিজেপি নেতা সৌম্যশুভ্র ঘোষ অভিযোগ করে বলেন, এলাকা অশান্ত করার জন্য তৃণমূলের দুষ্কৃতীরা বোমা মজুত করেছে ।