ভাতার (পূর্ব বর্ধমান), 7 জুলাই : পুকুরের ধারে ঝোপ থেকে উদ্ধার হল 11টি বোমা । পূর্ব বর্ধমানের ভাতার থানার অন্তর্গত রামপুর গ্রামের ঘটনা । উল্লেখ্য, দু'দিন আগেই BJP-তৃণমূল সংঘর্ষ হয় রামপুরের কাছে এরুয়ার গ্রামে । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ।
স্থানীয় তৃণমূলকর্মী কাশীনাথ বাগদির অভিযোগ, "এলাকায় সন্ত্রাস ছড়ানোর জন্য গতকাল রাতে কয়েকজন BJP কর্মী বোমা ভরতি একটি ব্যাগ নিয়ে এসেছিল । এলাকার কয়েকজন পুকুরে মাছ ধরতে গিয়ে বিষয়টি দেখতে পায় । তখন BJP কর্মীরা পুকুর পাড়েই ব্যাগটি ফেলে রেখে পালিয়ে যায়। আজ পুলিশকে খবর দেওয়া হয় । ভাতার থানার পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে নিয়ে যায় ।