বর্ধমান, 27 মার্চ :ফের বর্ধমান থেকে উদ্ধার হল বেশ কিছু বোমা । তালিত রেলগেটের কাছে পীরতলা লাগোয়া মাঠ থেকে দেওয়ানদিঘি থানার পুলিশ বেশ কিছু বোমার হদিস পায় । জারের মধ্যে থাকা বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে জানা যায় বর্ধমান বোলপুর এনএইচ 2বি জাতীয় সড়কের পাশে একটা মাঠে দু‘টি বোমা ভর্তি জার পড়ে রয়েছে (Bomb recover in Burdwan)। রবিবার সকালে সেই খবর জানাজানি হতেই স্থানীয় গ্রামবাসীরা সেখানে ভিড় করেন । আপাতত এলাকাটি পুলিশ ঘিরে রেখেছে । তবে কে বা কারা সেখানে বোমা রেখে গিয়েছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ।