পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bomb Blast : কেতুগ্রামে বাড়িতে মজুত থাকা বোমা বিস্ফোরণ, পলাতক পরিবারের সদস্যরা

বোমা বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই একে অপরের দিকে আঙুল তুলেছে তৃণমূল ও বিজেপি ৷ স্থানীয় সূত্রে খবর, কেতুগ্রাম 2 নং ব্লকের সুজাপুর গ্রামের বাসিন্দা সাক্ষীগোপাল ঘোষ ৷ আজ ভোরে তাঁর বাড়িতেই বোমা বিস্ফোরণ হয় ৷ বোমার তীব্রতায় ভেঙে পড়ে বাড়িটির একাংশ ৷ অভিযোগ বাড়িতে বোমা মজুত করে রেখেছিলেন সাক্ষীগোপাল ৷ সেই বোমাই ভোরে বিস্ফোরণ হয় ৷

কেতুগ্রামে বাড়িতে মজুত থাকা বোমা বিস্ফোরণ
কেতুগ্রামে বাড়িতে মজুত থাকা বোমা বিস্ফোরণ

By

Published : Jul 22, 2021, 10:06 PM IST

Updated : Jul 23, 2021, 7:54 AM IST

কেতুগ্রাম, 22 জুলাই : রাজ্যে বিধানসভা নির্বাচনের পর থেকেই হিংসা অব্যাহত ৷ রাজ্যের একাধিক জায়গাতে মজুত করে রাখা হয়েছিল বোমা ৷ তেমনই বর্ধমানের কেতুগ্রামে এক ব্যক্তির বাড়িতে লুকিয়ে রাখা বোমার বিস্ফোরণ হয় ৷ ভোর রাতের এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ পরিবারে সবাই পলাতক ৷

বোমা বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই একে অপরের দিকে আঙুল তুলেছে তৃণমূল ও বিজেপি ৷ স্থানীয় সূত্রে খবর, কেতুগ্রাম 2 নং ব্লকের সুজাপুর গ্রামের বাসিন্দা সাক্ষীগোপাল ঘোষ ৷ আজ ভোরে তাঁর বাড়িতেই বোমা বিস্ফোরণ হয় ৷ বোমার তীব্রতায় ভেঙে পড়ে বাড়িটির একাংশ ৷ অভিযোগ বাড়িতে বোমা মজুত করে রেখেছিলেন সাক্ষীগোপাল ৷ সেই বোমাই ভোরে বিস্ফোরণ হয় ৷

আরও পড়ুন :ফের ‘মমতা’র পরশ, ১ সেপ্টেম্বর থেকে মেয়েদের 'লক্ষ্মীর ভাণ্ডারে' 500 টাকা

বোমা বিস্ফোরণের শব্দ পেয়ে গ্রামবাসীরা ছুটে আসেন ৷ তবে ততক্ষণে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে সাক্ষীগোপাল ও তাঁর দুই পুত্র ৷ গ্রামবাসীদের একাংশের অভিযোগ সাক্ষীগোপালের এক ছেলে শুভজিত বিজেপির সমর্থক ৷ সেই এই বোমা বাড়িতে মজুত করে রেখেছিল ৷ যদিও ঘটনাটি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ৷ বিজেপির দাবি শুভজিত তৃণমূল কর্মী ৷ তবে স্থানীয় তৃণমূল কংগ্রেসের তরফে বলা হয়েছে, গ্রামের সাক্ষীগোপালের বাড়িতে বোমা বিস্ফোরণ হয়েছে ৷ সে তৃণমূল সমর্থক হতেও পারে আবার নাও হতে পারে ৷ তবে পুলিশ দল নির্বিশেষে ব্যবস্থা নিক ৷

Last Updated : Jul 23, 2021, 7:54 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details