পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Manteswar Murder : মন্তেশ্বরে মহিলার গলাকাটা দেহ উদ্ধার - মন্তেশ্বরে মহিলার গলাকাটা দেহ উদ্ধার

শান্তি হাজরা (55) নামে এক মহিলার গলা কাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো (Manteswar Murder) ৷ ঘটনাটি পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার ৷ মন্তেশ্বর থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷

Manteswar Crime News
মন্তেশ্বরে মহিলার গলাকাটা দেহ উদ্ধার

By

Published : Apr 19, 2022, 10:29 PM IST

মন্তেশ্বর, 19 এপ্রিল :এক মহিলার গলা কাটা দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার মামুদপুর 1 পঞ্চায়েতের বলিউর পাড়া এলাকার ঘটনা (Manteswar Murder)। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম শান্তি হাজরা (55)। তাঁর বাড়ি মামুদপুরের হাজরা পাড়ায় । ঘটনার তদন্ত শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তি হাজরা নামে ওই মহিলা কাকলি রায় নামে এক মহিলার বাড়িতে পরিচারিকার কাজ করতেন । গতকাল গভীর রাতে স্থানীয় একটা ঈদগাহের পিছনে একটা চিৎকার শুনতে পেয়ে স্থানীয়রা ছুটে গিয়ে দেখেন শান্তি হাজরার গলাকাটা দেহ পড়ে আছে এবং সেখান থেকে এক মহিলা ছুটে পালিয়ে যাচ্ছে । এরপর পুলিশ কাকলি রায়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে । আজ বর্ধমান মেডিক্য়াল কলেজ হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত হয় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন :Son Kills Father : মদ্যপ ছেলের হাতে খুন মদ্যপ বাবা, চাঞ্চল্য শিলিগুড়িতে

স্থানীয় বাসিন্দা তুফান মণ্ডল বলেন, "পাড়ার লোকেদের কাছে খবর পেয়ে গিয়ে দেখি একটা ইদগাহের কাছে শান্তি হাজরার গলাকাটা মৃতদেহ পড়ে থাকতে আছে । কাকলি রায় নামে এক মহিলার বাড়িতে পরিচারিকার কাজ করতেন শান্তিদেবী ৷ কাকলি বা তার স্বামী কোনও কাজ করতেন না । অথচ তাদের হাবভাব দেখে মনে হতো তারা বড় কোনও কাজ করে । কাকলির কোনও গোপন খবর শান্তি জেনে গিয়েছিল । সেই কারণেই এই খুনের ঘটনা ঘটতে পারে ।"

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কীভাবে খুনের ঘটনা ঘটেছে সেটা বলা যাবে না । পুলিশ কাকলি রায়কে জিজ্ঞাসাবাদ করছে ।

ABOUT THE AUTHOR

...view details