পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অবহেলার চূড়ান্ত, 10 ঘণ্টারও বেশি সময় হাসপাতালের বেডে পড়ে করোনায় মৃতের দেহ - COVID 19 news Kalna

যেভাবে মাঝরাত থেকে ওই মৃতদেহ পড়ে আছে তা দেখে আশেপাশের বেডের রোগীরাও যথেষ্ট আতঙ্কিত ৷

Kalna Hospital
প্রতীকী ছবি

By

Published : May 1, 2021, 8:11 PM IST

কালনা, 1 মে : প্রায় দশ ঘণ্টারও বেশি সময় ধরে কালনা মহকুমা হাসপাতালে পড়ে রইল করোনায় মৃতের দেহ । এই খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে দ্রুত ওই দেহ সরিয়ে নেওয়া হবে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালনা মহকুমা হাসপাতালে গতকাল মাঝরাতে এক করোনা আক্রান্ত বৃদ্ধার মৃত্যু হয় । কিন্তু শনিবার বেলা পর্যন্ত দেহটি সেইভাবেই বেডে পড়েছিল । সেই দেহ সাদা কাপড় দিয়েও ঢাকা হয়নি । ফলে তাঁর পাশের বেডে আশেপাশের ঘরের রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ।

অন্যান্য রোগীদের অভিযোগ যেভাবে মাঝরাত থেকে ওই মৃতদেহ পড়ে আছে তা দেখে সবাই আতঙ্কিত । কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও তাঁরা কোনও ব্যবস্থা নেয়নি ।

আরও পড়ুন : করোনায় 'ব্রাত্য' অধ্যাপকের দেহ সাত ঘণ্টা বাড়িতে, মুখ ফেরালো কলকাতার পুলিশও

এক করোনা পজ়িটিভ রোগী বলেন, এখানে আমরা সকলেই পজ়িটিভ রোগী । কিন্তু যিনি মারা গিয়েছেন তার মুখে মাস্কও পরানো নেই । দুজন সিস্টার এসেছিল, তাঁদের জানানো হলেও কোনও ব্যবস্থা নেয়নি । ফলে অন্যান্য রোগীরা আরও অসুস্থ হয়ে পড়েছেন । হাসপাতাল সূত্রে বলা হয়েছে, ওই বৃদ্ধার মৃতদেহ দ্রুত সেখান থেকে সরিয়ে ফেলা হবে ।

ABOUT THE AUTHOR

...view details