পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বর্ধমানে ডিভিসি সেচখাল থেকে অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার - দেহ উদ্ধার

আজ সকালে সেচখালের পাশ দিয়ে যাওয়ার সময় জলে মহিলার দেহ ভাসতে দেখে স্থানীয়রা । জলের তোড়ে দেহটি ওঠা-নামা করছিল । পুলিশের প্রাথমিক অনুমান, ওই মহিলাকে কেউ খুন করে জলে ফেলে দিয়ে গেছে ।

Bardhaman
অজ্ঞাতপরিচয় মহিলার দেহ উদ্ধার

By

Published : Feb 4, 2021, 10:27 PM IST

বর্ধমান, ৪ ফেব্রুয়ারি : বর্ধমানে রথতলা ডিভিসি সেচখাল থেকে মহিলার দেহ উদ্ধার । আজ সকালে ওই মহিলার দেহ জলে ভাসতে দেখে স্থানীয়রা । তারপর পুলিশে খবর দেওয়া হয় । যদিও ওই মহিলার পরিচয় জানা যায়নি ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে সেচখালের পাশ দিয়ে যাওয়ার সময় জলে মহিলার দেহ ভাসতে দেখে স্থানীয়রা । জলের তোড়ে দেহটি ওঠা-নামা করছিল । এই খবর খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় মানুষ ডিভিসি সেচখালের ধারে ভিড় জমায় । খবর দেওয়া হয় বর্ধমান থানার পুলিশকে । পুলিশের প্রাথমিক অনুমান, ওই মহিলাকে খুন করে কেউ জলে ফেলে দিয়ে গেছে ।

আরও পড়ুন, বালিকাকে যৌন হেনস্থা করে খুন? অর্ধনগ্ন দেহ উদ্ধার জোড়াবাগানে


ময়নাতদন্তের জন্য দেহ বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details