পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Youth Body Recovered: শক্তিগড়ে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ - অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়

বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বছর 19 এর যুবক ৷ রাতে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হল শক্তিগড়ের হীরাগাছি এলাকা থেকে ৷ পুলিশ ঘটনার তদন্ত করছে ৷ তবে দেহ মেলার পর থেকে নিখোঁজ মৃত তন্ময় মালিকের এক বন্ধু ৷

Youth Body Recovered
যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার

By

Published : Apr 11, 2023, 1:53 PM IST

শক্তিগড়,11 এপ্রিল:ফের খুনের ঘটনা ঘটল বর্ধমানের শক্তিগড় এলাকায় । সোমবার রাতে শক্তিগড়ের হীরাগাছি এলাকায় রক্তাক্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হয়েছে । মৃতের নাম তন্ময় মালিক (19)। তাঁর বাড়ি হীরাগাছির ঘোষপাড়া এলাকায় । খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যান পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দননগরে আইটিআইয়ে পড়ছিলেন তন্ময় । সোমবার তিনি টিকা নেওয়ার জন্য শক্তিগড়ে তাঁর বাবার কাছে আসেন । বিকেল নাগাদ তাঁর বাবার বাইকে চেপে শক্তিগড় যাচ্ছিলেন । পথে তিনি বন্ধুদের সঙ্গে দেখা করবেন বলে হীরাগাছি এলাকায় নেমে যান । এরপর সন্ধের দিকে তন্ময়ের বাবা জানতে পারেন তাঁর ছেলেকে মারধর করা হয়েছে । তাঁরা সেখানে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় তন্ময়ের দেহ পড়ে রয়েছে । তবে ঘটনার পর থেকে তন্ময়ের বন্ধু পিন্টু মুর্মুর খোঁজ পাওয়া যাচ্ছে না । খবর পেয়ে ঘটনাস্থলে যায় শক্তিগড় থানার পুলিশ । ঘটনার তদন্ত করতে যান অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় ।

মৃতের বাবা তাপস মালিক বলেন, "টিকা নেওয়ার জন্য তন্ময় বাড়িতে এসেছিল । টিকা না হওয়ার জন্য সে বাইরে যেতে পারছে না । তন্ময়ের বেঙ্গালুরুতে একটা কোর্স করতে যাওয়ার কথা ছিল । দুপুর নাগাদ খাওয়াদাওয়া করে সে । বিকেল নাগাদ আমার সঙ্গে চন্দননগর যাওয়ার জন্য বের হয় । রেলগেটের কাছে এসে সে জানায় তাঁর বন্ধুদের সঙ্গে কথা বলবে । আমি তখন সেখান থেকে চলে আসি । আমি কাজে চলে যাই । কিছুক্ষণ পরে ফোনে জানতে পারি তাকে কেউ মেরেছে । ছুটে এসে দেখি তাকে কেউ খুন করে ফেলে রেখে গিয়েছে । এখানে তার দু-একটা বন্ধুবান্ধব আছে । তবে পিন্টু মুর্মু নামে পাড়ার আরও একটা ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না । তবে কেন তাঁকে খুন করা হল, তা বুঝতে পারছি না ।"

স্থানীয় বাসিন্দা রঘুনাথ ঘোষ জানান, তন্ময় চন্দননগরে তাঁর মায়ের কাছে থাকতেন । সোমবার সকালে তিনি শক্তিগড়ের বাড়িতে আসেন । সন্ধে নাগাদ বাড়ি ফিরে যাচ্ছিলেন । তাঁর বাবা তন্ময়কে মোটর সাইকেলে চাপিয়ে দিয়ে আসছিলেন । তন্ময় তাঁর বাবাকে হীরাগাছি এলাকায় নামিয়ে দিতে বলেন । তিনি বাবাকে বলেন, তাঁর কিছু বন্ধু আসবে । তাঁদের সঙ্গে দরকার আছে । ফলে তাঁর বাবা ওই জায়গায় নামিয়ে দিয়ে বাড়ি ফিরে যান । ওই যুবককে খুন করা হয়েছে । এখানে তাঁর বিশেষ কোনও বন্ধু বান্ধব ছিল না । ফলে কীভাবে এই খুনের ঘটনা ঘটল, তা কেউ বুঝতে পারছে না ।অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায় বলেন, "আমরা ঘটনাস্থলে এসেছি । এক যুবকের দেহ উদ্ধার হয়েছে । তাঁর পরিচয় পাওয়া গিয়েছে । যুবকের নাম তন্ময় মালিক । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।"

আরও পড়ুন:দুষ্কৃতীদের গুলিতে মৃত 'কয়লা মাফিয়া' তথা বিজেপি নেতা রাজু ঝাঁ

ABOUT THE AUTHOR

...view details