পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মন্তেশ্বরে উদ্ধার দম্পতির দেহ, গুরুতর জখম শিশুকন্যা - মন্তেশ্বরে উদ্ধার দম্পতির দেহ

আজ সকালে মন্তেশ্বরে বাড়ির ভিতর রক্তাক্ত অবস্থায় খাটের উপর থেকে উদ্ধার যুবতির দেহ ৷ গুরুতর জখম অবস্থায় উদ্ধার দম্পতির শিশুকন্যা ৷ এরপর বাড়ির সামনে গোয়ালঘরের ভিতর থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ ৷

couple murdered
উদ্ধার দম্পতির দেহ

By

Published : Dec 10, 2019, 10:35 PM IST

মন্তেশ্বর, 10 ডিসেম্বর : বাড়ির ভিতর থেকে উদ্ধার দম্পতির দেহ ৷ গুরুতর জখম অবস্থায় উদ্ধার দম্পতির শিশুকন্যা ৷ ঘটনাস্থান পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের উত্তরপাড়া এলাকা ৷ মৃত ওই দম্পতির নাম জবা সাঁতরা(21) ও অচিন্ত্য সাঁতরা(27) । গুরুতর জখম অবস্থায় ওই দম্পতির শিশুকন্যাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনার তদন্তে নেমেছে মন্তেশ্বর থানার পুলিশ ৷ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার সকালের দিকে মন্তেশ্বরের উত্তরপাড়ার বাসিন্দা উর্মিলা সাঁতরা বাজারে যান । এরপরই বাড়ি ফিরে এসে ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় খাটের উপর পুত্রবধূ জবা সাঁতরা ও নয়মাসের নাতনি অনিন্দিতা সাঁতরাকে পড়ে থাকতে দেখেন । এরপর বাড়ির সামনে গোয়ালঘরের ভিতর থেকে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান তিনি । তাঁর চিৎকারেই স্থানীয়রা ছুটে আসেন । খবর দেওয়া হয় মন্তেশ্বর থানায় । চোখমুখ ক্ষতবিক্ষত অবস্থায় আহত শিশুকন্যাকে মন্তেশ্বর থেকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তারপরই ঘর থেকে জবা সাঁতরার দেহ ও গোয়াল ঘর থেকে অচিন্ত্য সাঁতরার দেহ উদ্ধার করে পুলিশ ।

ভিডিয়োয় দেখুন কী বলছেন মৃত জবা সাঁতরার মা

মৃত জবা সাঁতরার মাসতুতো দাদা বলেন, "দু'বছর আগে বোনের বিয়ে হয় । তারপর থেকেই বোনের উপর সন্দেহবশত মারধর ও অত্যাচার করত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন । তাই বোন বাপের বাড়িও চলে আসে । পঞ্চায়েত থেকে মীমাংসার জন্য বসাও হয় । কয়েকদিন আগে বোনকে ফের শ্বশুরবাড়িতে নিয়ে যায় অচিন্ত্য সাঁতরা । এরপরেই আজ সকালে বোনকে মেরে দিয়ে নিজেও আত্মহত্যা করে ।"

জবার মা মিঠু রায় বলেন, "মেয়ের মৃত্যুর জন্য শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ জানাব । ওদের কঠোরতম শাস্তির দাবি জানাই ।" ঘটনাস্থান থেকে পুলিশ একটি রক্তাক্ত মোটা বাঁশ উদ্ধার করেছে । ঘটনার তদন্ত শুরু করেছে মন্তেশ্বর থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details