মন্তেশ্বর, 10 ডিসেম্বর : বাড়ির ভিতর থেকে উদ্ধার দম্পতির দেহ ৷ গুরুতর জখম অবস্থায় উদ্ধার দম্পতির শিশুকন্যা ৷ ঘটনাস্থান পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের উত্তরপাড়া এলাকা ৷ মৃত ওই দম্পতির নাম জবা সাঁতরা(21) ও অচিন্ত্য সাঁতরা(27) । গুরুতর জখম অবস্থায় ওই দম্পতির শিশুকন্যাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে । ঘটনার তদন্তে নেমেছে মন্তেশ্বর থানার পুলিশ ৷ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার সকালের দিকে মন্তেশ্বরের উত্তরপাড়ার বাসিন্দা উর্মিলা সাঁতরা বাজারে যান । এরপরই বাড়ি ফিরে এসে ঘরের ভিতর রক্তাক্ত অবস্থায় খাটের উপর পুত্রবধূ জবা সাঁতরা ও নয়মাসের নাতনি অনিন্দিতা সাঁতরাকে পড়ে থাকতে দেখেন । এরপর বাড়ির সামনে গোয়ালঘরের ভিতর থেকে ছেলের ঝুলন্ত দেহ দেখতে পান তিনি । তাঁর চিৎকারেই স্থানীয়রা ছুটে আসেন । খবর দেওয়া হয় মন্তেশ্বর থানায় । চোখমুখ ক্ষতবিক্ষত অবস্থায় আহত শিশুকন্যাকে মন্তেশ্বর থেকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তারপরই ঘর থেকে জবা সাঁতরার দেহ ও গোয়াল ঘর থেকে অচিন্ত্য সাঁতরার দেহ উদ্ধার করে পুলিশ ।