কালনা, 16 মে : অক্সিজেনের কালোবাজারির অভিযোগে তিনজন অ্যাম্বুলেন্স চালককে গ্রেফতার করল কালনা থানার পুলিশ । তাঁদের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ সাতটি অক্সিজেনের সিলিন্ডার বাজেয়াপ্ত করেছে । কালনা মহকুমা হাসপাতাল ক্যাম্পাসের এই ঘটনার কথা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালনা মহকুমা হাসপাতাল চত্বরে হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স রাখার জন্য স্ট্যান্ড আছে । সেখানে থাকা অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে অভিযোগ উঠতে শুরু করে যে, অ্যাম্বুলেন্স চালকেরা অক্সিজেন সিলিন্ডার মজুত করে বেআইনিভাবে সুযোগ বুঝে রোগীর পরিবারকে চড়া দামে বিক্রি করছেন । সোমবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সমীর হাজরা, কমল ঘোষ ও চিন্ময় রায় নামে তিনজন অ্যাম্বুলেন্স চালককে গ্রেফতার করে । তাঁদের বাড়িতে হানা দিয়ে পুলিশ 7টি অক্সিজেন সিলিন্ডার বাজেয়াপ্ত করে ।
অক্সিজেনের কালোবাজারি, গ্রেফতার তিন অ্যাম্বুলেন্স চালক - গ্রেফতার তিন অ্যাম্বুলেন্স চালক
সোমবার গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সমীর হাজরা, কমল ঘোষ ও চিন্ময় রায় নামে তিনজন অ্যাম্বুলেন্স চালককে গ্রেফতার করে । তাঁদের বাড়িতে হানা দিয়ে পুলিশ 7টি অক্সিজেন সিলিন্ডার বাজেয়াপ্ত করে ।
গ্রেফতার তিন অ্যাম্বুলেন্স চালক
আরও পড়ুন : গোয়া উপকূলে আছড়ে পড়ল তখতে, কর্নাটকে মৃত 4
আজ ধৃতদের কালনা মহকুমা আদালতে তোলা হয় । পুলিশ অভিযুক্তদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে । করোনা পরিস্থিতির সময় অ্যাম্বুলেন্স চালক সহ বেশকিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে চড়া দামে অক্সিজেন সিলিন্ডার কালোবাজারি করার অভিযোগ উঠছে ৷ এই খবর পাওয়ার পর থেকেই পুলিশ বিভিন্ন জায়গায় খোঁজখবর নিতে শুরু করে । আজ তিনজন চালককে গ্রেফতার করা হয় ।