বর্ধমান, 10 জানুয়ারি : পুলিশকে মারার হুমকির অভিযোগে গ্রেপ্তার করা হল বর্ধমানের BJP যুব নেতা শ্যামল রায়কে ৷ প্রকাশ্য জনসভা থেকে অশান্তি বাধানোর প্ররোচনা দেওয়াসহ একাধিক অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে বর্ধমান থানার পুলিশ ৷
গতকাল বর্ধমান টাউন হল ময়দানে BJP-র অভিনন্দন যাত্রা ও জনসভা ছিল ৷ মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন শ্যামল রায় ৷ সেখানে তিনি বলেন, "প্রথম মারব পুলিশকে ৷ পুলিশ তৃণমূলের বি টিম হয়ে কাজ করছে ৷ তাই প্রথমে পুলিশকে মারতে হবে ৷ তাহলেই তৃণমূল ভেঙে পড়বে ৷" পূর্ব বর্ধমানের বিভিন্ন ব্লকে যুব BJP নেতাদের গাঁজাসহ অন্যান্য মাদকের মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি ৷ সঙ্গে বলেন, "আপনারা কেউ এই ব্যবসা করেন না ৷ তাই আপনাদের কাছে অনুরোধ করব, তৃণমূলকে কমাবার আগে পুলিশের ভ্যান জ্বালান ৷ পুলিশের গাড়ি ভাঙুন ৷"