বর্ধমান, 7 জুন : দলীয় কর্মীদের মিথ্যে অভিযোগে আটক করে রেখেছে পুলিশ । এই অভিযোগে গতকাল গাইঘাটা থানার সামনে অবস্থানে বসেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ । অভিযোগ, সেইসময় তাঁদের সঙ্গে কোনও সহযোগিতা করেনি পুলিশ । বরং, তাঁদের হেনস্থা করা হয়েছে । তাই আজ এই ঘটনার প্রতিবাদে পূর্ব বর্ধমানের BJP যুব মোর্চার তরফে 30 ও 32 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় ।
গতকাল উত্তর 24 পরগনার বকচরা এলাকায় একটি ঝামেলা হয় । সেখানে পঞ্চায়েত সদস্য অপর্ণা মণ্ডল যান । পুলিশ তাঁকে-সহ তিন জনকে গ্রেপ্তার করে । এরপরই খবর পেয়ে শান্তনু ঠাকুর ও সৌমিত্র খাঁ সেখানে আসেন । তাঁরা থানায় এলে অপর্ণা মণ্ডলকে ছেড়ে দিলেও বাকি দু'জনকে আটকে রাখা হয় । এরপরই বাকি দু'জনকে ছাড়ার দাবিতে প্রায় 50 জন কর্মী-সমর্থক নিয়ে গাইঘাটা থানার সামনে অবস্থানে বসেন দুই সাংসদ । যতক্ষণ ওই দু'জনকে ছাড়া হচ্ছে ততক্ষণ তাঁরা থানার সামনে থেকে উঠবেন না বলে জানিয়ে দেন ।