পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দলীয় নেতাদের হেনস্থার অভিযোগে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ BJP যুব মোর্চার - BJP

মিথ্যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পঞ্চায়েত সদস্যকে । হেনস্থা করা হয়েছে দলীয় নেতাদের । এই অভিযোগ তুলে আজ পূর্ব বর্ধমানে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল BJP যুব মোর্চা ।

burdwan
জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ BJP যুব মোর্চার

By

Published : Jun 7, 2020, 6:09 PM IST

বর্ধমান, 7 জুন : দলীয় কর্মীদের মিথ্যে অভিযোগে আটক করে রেখেছে পুলিশ । এই অভিযোগে গতকাল গাইঘাটা থানার সামনে অবস্থানে বসেন বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর ও বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ । অভিযোগ, সেইসময় তাঁদের সঙ্গে কোনও সহযোগিতা করেনি পুলিশ । বরং, তাঁদের হেনস্থা করা হয়েছে । তাই আজ এই ঘটনার প্রতিবাদে পূর্ব বর্ধমানের BJP যুব মোর্চার তরফে 30 ও 32 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় ।

গতকাল উত্তর 24 পরগনার বকচরা এলাকায় একটি ঝামেলা হয় । সেখানে পঞ্চায়েত সদস্য অপর্ণা মণ্ডল যান । পুলিশ তাঁকে-সহ তিন জনকে গ্রেপ্তার করে । এরপরই খবর পেয়ে শান্তনু ঠাকুর ও সৌমিত্র খাঁ সেখানে আসেন । তাঁরা থানায় এলে অপর্ণা মণ্ডলকে ছেড়ে দিলেও বাকি দু'জনকে আটকে রাখা হয় । এরপরই বাকি দু'জনকে ছাড়ার দাবিতে প্রায় 50 জন কর্মী-সমর্থক নিয়ে গাইঘাটা থানার সামনে অবস্থানে বসেন দুই সাংসদ । যতক্ষণ ওই দু'জনকে ছাড়া হচ্ছে ততক্ষণ তাঁরা থানার সামনে থেকে উঠবেন না বলে জানিয়ে দেন ।

এই পুরো ঘটনার প্রতিবাদে আজ পূর্ব বর্ধমানের 30 ও 32 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় BJP যুব মোর্চা । মোর্চার সদস্য শুভম নিয়োগী বলেন, "গাইঘাটার পঞ্চায়েত সদস্যকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে । তার প্রতিবাদে ধরনায় বসেছিলেন সৌমিত্র খাঁ ও শান্তনু ঠাকুর । তাঁদেরও হেনস্থা করা হয়েছে । তাছড়া রাজ্যের বিভিন্ন জায়গায় ত্রাণ বন্টনে বাধা দেওয়া হচ্ছে BJP -কে । এই সবকিছুর প্রতিবাদেই আমরা অবরোধ কর্মসূচি গ্রহণ করেছি ।"

BJP যুব মোর্চার এই অবরোধের জেরে যান চলাচল বন্ধ হয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ পৌঁছায় । আধ ঘণ্টা অবরোধ চলে । তারপর পুলিশ অবরোধ তুলে দেয় ।

ABOUT THE AUTHOR

...view details