পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কালনায় আক্রান্ত ৩ তৃণমূল কর্মী, অভিযুক্ত BJP - kalna

পূর্ব বর্ধমানের কালনার নাদনঘাট এলাকার নৌপাড়া গ্রামে ভোট মিটতেই তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল BJP কর্মীদের বিরুদ্ধে । গতকাল ভোটের সময় তৃণমূল কর্মীদের সঙ্গে BJP কর্মীদের হাতাহাতি হয় ।

আক্রান্তদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে

By

Published : Apr 30, 2019, 2:15 PM IST

কালনা, 30 এপ্রিল : ভোট মিটতেই তৃণমূলের কর্মী-সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । ঘটনাটি পূর্ব বর্ধমানের কালনার নাদনঘাট এলাকার নৌপাড়া গ্রামের ।

কালনায় গতকাল ভোটের সময় তৃণমূলের সঙ্গে BJP-র বচসা থেকে হাতাহাতির ঘটনা ঘটে । ভোট মিটে যেতেই রাতের দিকে নৌপাড়া গ্রামের BJP কর্মী-সমর্থকরা লাঠি, বাঁশ দিয়ে তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ । এমন কী, তাদের বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেলও ছোড়া হয় । ঘটনায় একজন মহিলাসহ তিনজন আহত হয়েছেন । আহতদের কালনার সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে ।

আহত তৃণমূল কর্মী নির্মল প্রামাণিক বলেন, "আজ সকাল থেকেই ভোটকে কেন্দ্র করে BJP-র সঙ্গে একটা ঝামেলা চলছিল । ভোট মিটে যেতেই রাতের দিকে আমার বাড়িতে ইট ছুড়তে থাকে BJP কর্মীরা । এমন কী, লাঠি, ধারালো অস্ত্র নিয়ে আমাদের ঘরে ঢুকে তারা আমাদের বেধড়ক মারধর করে । আমার মাথা ফেটে যায় ।"

তৃণমূলের এই অভিযোগ অস্বীকার করে BJP নেতা সুশান্ত পান্ডে বলেন, "আজ সারাদিন তৃণমূল কর্মীদের হাতে BJP কর্মীরা মার খেয়েছে । BJP প্রার্থী পরেশচন্দ্র দাসকেও মারধর করেছে তৃণমূল দুষ্কৃতীরা । এখন নিজেদের গা বাঁচাতে তারা BJP-র উপর দোষারোপ করছে । এই ঘটনার সঙ্গে BJP-র কোনও যোগ নেই ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details