পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঘরছাড়া বিজেপি কর্মী বাড়ি ফিরতেই মারধর করে খুনের হুমকি, অভিযুক্ত তৃণমূল - পূর্ব বর্ধমান জেলা পরিষদ

ভোট পরবর্তী হিংসায় রাজ্যে একাধিক বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিলেন । তারপর পুলিশ বাড়ি ফেরালেও আবার বিজেপি কর্মীকে মারধর করে খুনের হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । বর্ধমানের সদরঘাট এলাকার ঘটনা । গতকাল ওই বিজেপি কর্মী বর্ধমান থানায় গিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ।

বিজেপি কর্মীকে খুনের হুমকি, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
বিজেপি কর্মীকে খুনের হুমকি, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

By

Published : Jun 22, 2021, 3:22 PM IST

বর্ধমান, ২২ জুন : পশ্চিমবঙ্গের বিধানসভার ভোটের ফল ঘোষণার পর রাজ্যে একাধিক বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিলেন । যদিও তারপর তাঁদের বাড়ি ফেরানো হয়েছে । বাডি ফিরতে না ফিরতেই এক বিজেপি কর্মীকে মারধর করে খুনের হুমকি ও তাঁর বাচ্চাদের মারধর করে বাড়ি থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । গতকাল ওই বিজেপি কর্মী বর্ধমান থানায় গিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ।

যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ঘরছাড়া বিজেপি কর্মীদের বাড়ি ফেরাতে সাহায্য করছে তারা । এই ধরনের কোনও ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হবে । বর্ধমানের সদরঘাট এলাকায় রীনা যাদবের বাড়ি । নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই বাড়িছাড়া ছিলেন তিনি । সপ্তাহ খানেক আগে বর্ধমান থানার পুলিশ তাঁকে বাড়িতে ফিরিয়ে দিয়ে আসে । গতকাল তাঁর বাড়িতে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা চড়াও হয়ে তাঁকে মারধর করে ও খুনের হুমকি দেয় বলে অভিযোগ । তাই প্রাণের ভয়ে গতকাল বিকেল নাগাদ বর্ধমান থানায় এসে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন রীনা।

ঘরছাড়া বিজেপি কর্মী বাড়ি ফিরতেই খুনের হুমকি, মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আরও পড়ুন...বর্ধমানে বিজেপি নেতাকে মারধর , অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

রীনা যাদব বলেন, ‘'পুলিশ বাড়ি ফিরতে সাহায্য করেছিল । কিন্তু স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা প্রাণে মেরে ফেলার হুমকি দেয় । তারা জানায়, পুলিশ তাদের কিছু করতে পারবে না । কোনওভাবেই আমাকে পাড়ায় থাকতে দেবে না বলে হুমকি দেওয়া হয়েছে । তাই ভয়ে এদিন দু‘টি বাচ্চা ও স্বামীকে নিয়ে পুলিশের কাছে ছুটে এসেছি ।'’

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু বলেন, '‘বিজেপি ভোটের আগে যে সন্ত্রাস সৃষ্টি করেছিল তার পরিপ্রেক্ষিতে ভোটের ফলাফলের পর কোথাও কোথাও জনরোষ আছড়ে পড়েছে । তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজেপি কর্মীদের ঘরে ফিরিয়ে দেওয়া হয়েছে । আমরা নজর রেখেছি ৷ এইরকম আর কোনও ঘটনা ঘটবে না ৷ যদি ঘটে থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে ।’’

ABOUT THE AUTHOR

...view details