মঙ্গলকোট, 28 ফেব্রুয়ারি: বিজেপির গ্রামীণ জেলা সভাপতি চোর, তোলাবাজ । তাঁকে অবিলম্বে পদ থেকে সরাতে হবে, এই দাবি তুলে বিজেপির পূর্ব বর্ধমান জেলার গ্রামীণ সভাপতি কৃষ্ণ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকেরা । কাটোয়ার কৈচর ফাঁড়ির পুলিশ পরিস্থিতি সামাল দেয় ।
বিজেপির দলীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলকোটের কৈচরে বিজেপির সভা ঘিরেই গণ্ডগোলের সূত্রপাত । বিজেপির অভিযোগ, জনসভায় বিজেপি নেতা অর্জুন সিং আসবে এ কথা প্রচার করে বাজার থেকে কয়েক লক্ষ টাকা তোলাবাজি করা হয়েছে । বিজেপির বর্ধমান গ্রামীণ জেলার সভাপতি কৃষ্ণ ঘোষের নেতৃত্বে এই কাজ হয়েছে । কিন্তু অর্জুন সিং এ দিন জনসভায় যোগ দিতে আসেননি । কর্মীদের আরও অভিযোগ, এই প্রথম নয় এর আগেও দিলীপ ঘোষ কিংবা মুকুল রায় জনসভা করতে আসবেন এই বার্তা দিয়ে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছিল । সেইমতো নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে ভিড় বাড়ানোর জন্য লোক জোগাড় করতে বাধ্য হয়েছিলেন । কিন্তু প্রতিবারই দেখা গিয়েছে, যে সব নেতাদের নাম করে টাকা তোলা হচ্ছে, সে সব নেতারা এখানে আসছেন না।