পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তোলাবাজির অভিযোগে বিজেপি নেতাকে ঘেরাও দলীয় কর্মীদের - বিজেপির বিক্ষোভ

জনসভায় আসবেন বড় নেতারা। এই বলে টাকা তোলেন বিজেপির গ্রামীণ জেলা সভাপতি। এই অভিযোগে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকরা। মঙ্গলকোটের ঘটনা।

bjp workers showed agitation against district leader at mongolkote
তোলাবাজির অভিযোগে বিজেপি নেতাকে ঘেরাও দলীয় কর্মীদের

By

Published : Feb 28, 2021, 12:51 PM IST

মঙ্গলকোট, 28 ফেব্রুয়ারি: বিজেপির গ্রামীণ জেলা সভাপতি চোর, তোলাবাজ । তাঁকে অবিলম্বে পদ থেকে সরাতে হবে, এই দাবি তুলে বিজেপির পূর্ব বর্ধমান জেলার গ্রামীণ সভাপতি কৃষ্ণ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মী সমর্থকেরা । কাটোয়ার কৈচর ফাঁড়ির পুলিশ পরিস্থিতি সামাল দেয় ।

বিজেপির দলীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলকোটের কৈচরে বিজেপির সভা ঘিরেই গণ্ডগোলের সূত্রপাত । বিজেপির অভিযোগ, জনসভায় বিজেপি নেতা অর্জুন সিং আসবে এ কথা প্রচার করে বাজার থেকে কয়েক লক্ষ টাকা তোলাবাজি করা হয়েছে । বিজেপির বর্ধমান গ্রামীণ জেলার সভাপতি কৃষ্ণ ঘোষের নেতৃত্বে এই কাজ হয়েছে । কিন্তু অর্জুন সিং এ দিন জনসভায় যোগ দিতে আসেননি । কর্মীদের আরও অভিযোগ, এই প্রথম নয় এর আগেও দিলীপ ঘোষ কিংবা মুকুল রায় জনসভা করতে আসবেন এই বার্তা দিয়ে লক্ষ লক্ষ টাকা তোলা হয়েছিল । সেইমতো নেতাকর্মীরা বিভিন্ন এলাকা থেকে ভিড় বাড়ানোর জন্য লোক জোগাড় করতে বাধ্য হয়েছিলেন । কিন্তু প্রতিবারই দেখা গিয়েছে, যে সব নেতাদের নাম করে টাকা তোলা হচ্ছে, সে সব নেতারা এখানে আসছেন না।

তারই প্রতিবাদে এ দিন বিজেপির কর্মী-সমর্থকেরা ক্ষোভে ফেটে পড়েন । তাঁরা বিজেপির গ্রামীণ সভাপতি কৃষ্ণ ঘোষের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। সেইসঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সুনীল মণ্ডলকেও ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন । পরিস্থিতি সামাল দিতে ছুটে যায় পুলিশ । বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের হাত থেকে বিজেপি নেতাকে উদ্ধার করে তাঁকে চলে যেতে সাহায্য করে পুলিশ।

আরও পড়ুন:নন্দীগ্রামে বিজেপির প্রার্থী শুভেন্দুই ?
তৃণমূল কংগ্রেসের দাবি, বিজেপি যে জনসভার নাম করে তোলাবাজি করে সেটা এ দিন প্রমাণ হয়ে গেল । বিজেপির নেতা কর্মীরাই সেটা প্রমাণ করে দিলেন ।

ABOUT THE AUTHOR

...view details