পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"BJP করলে মাথা কেটে নেব", হুমকি পোস্টার বর্ধমানে - BJP workers get life threat

খাস বর্ধমান শহরে হুমকি পোস্টার । BJP করলে মাথা কেটে নেওয়ার হুমকি । চাঞ্চল্য বর্ধমান শহরের নীলপুরে । বর্ধমান সদর থানায় অভিযোগ দায়ের ।

হুমকি পোস্টার

By

Published : Jun 30, 2019, 9:45 PM IST

বর্ধমান, 30 জুন : "BJP করলে মাথা কেটে নেব ।" আজ সকালে বর্ধমানের নীলপুর এলাকায় বেশ কয়েকজন BJP কর্মী ও সমর্থকদের বাড়ির দেওয়ালে এই পোস্টার দেখতে পাওয়া যায় । BJP কর্মীদের অভিযোগ, তৃণমূল কর্মীরা পরিকল্পনা করে হুমকি দিচ্ছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।

নীলপুরের বাসিন্দা উত্তম দে বলেন, "আমাদের বাড়ির দেওয়ালেও "BJP করলে মাথা কেটে নেব" লেখা পোস্টার লাগানো হয়েছে । আমার ছেলে BJP কর্মী । পোস্টার দেখে আমরা আতঙ্কে রয়েছি ।"

বর্ধমান শহর BJP যুব মোর্চা সভাপতি শ্যামল রায় বলেন, "তৃণমূলের ছেলেরাই পরিকল্পিত ভাবে রাতের অন্ধকারে BJP কর্মীদের বাড়ির দেওয়ালে এই ধরনের পোস্টার লাগিয়ে দিয়েছে । তারা BJP কর্মীদের ভয় দেখিয়ে এলাকায় আতঙ্ক তৈরির জন্য এই ধরনের পোস্টার লাগিয়েছে ।"

স্থানীয় তৃণমূল নেতা তথা কাউন্সিলর গৌরীশংকর ভট্টাচার্য বলেন, "এই ধরনের পোস্টারের কথা করে আমাদের জানা নেই । তবে ঘটনার সঙ্গে তৃণমূলের কেউ যুক্ত নয় । কারণ তৃণমূলের এটা কালচার নয় ।"

এদিকে বর্ধমান সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন BJP কর্মীরা । পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত হবে ।

ABOUT THE AUTHOR

...view details