শক্তিগড়, 18 জুন : জয় শ্রীরাম বলায় BJP কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । অন্যদিকে, BJP আশ্রিত দুষ্কৃতীরা তাদের কার্যালয় ভাঙচুর করেছে বলে তৃণমূল পালটা অভিযোগ করে । ঘটনাটি পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুরের । খবর পেয়ে ঘটনাস্থানে আসে শক্তিগড় থানার পুলিশ ।
'জয় শ্রীরাম' বলায় BJP কর্মীকে মারধর, পালটা তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর - MLA
জয় শ্রীরাম বলায় BJP কর্মীকে তৃণমূলের কার্যালয়ে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । কার্যালয় ভাঙচুরের পালটা অভিযোগ তৃণমূলের ।
BJP যুবনেতা শ্যামল রায় বলেন, "আজ হাট বসেছিল । সেখানে দু'জন BJP কর্মী নিজেদের মধ্যে জয় শ্রীরাম ধ্বনি দেয়। এর পরই তাদের এক জনকে তৃণমূল তুলে নিয়ে যায় । মারধর করে ।'' পাশাপাশি, তৃণমূলের কার্যালয়ে হামলা হয়নি বলেও দাবি করেছে BJP ।
বর্ধমান উত্তর বিধানসভার তৃণমূল বিধায়ক নিশীথ মালিক বলেন, "এটা সম্পূর্ণ মিথ্যে কথা । যদি প্রমাণ করতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেব । গতকাল হাটগোবিন্দপুরের দলীয় কার্যালয়ে তৃণমূলের বৈঠক ছিল । সেই বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার পর BJP আশ্রিত দুষ্কৃতীরা হঠাৎ কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে । তবে জয় শ্রীরাম বলা নিয়ে কোনও ঘটনা ঘটেনি । আমাদের তিনজন অঞ্চল সভাপতি ও দু'জন কর্মীকে মরাধর করেছে ।"