বর্ধমান, 27 ফেব্রুয়ারি: তিন বিজেপি কর্মীকে সাসপেন্ড করল দল ৷ তাঁদের বিরুদ্ধে বিজেপিরই কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে ৷ তাঁদের প্রত্য়েককেই এক বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে।
বিজেপি সূত্রে খবর, কিছুদিন আগে বিজেপির নবনির্মিত দলীয় কার্যালয়ে আদি বিজেপি বনাম নব্য বিজেপির মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘটনার জেরে দলীয় কার্যালয়ে ভাঙচুর, গাড়িতে আগুন ধরানোর ঘটনা ঘটে। সেই ঘটনায় বিজেপির সদর জেলা সভাপতি সন্দীপ নন্দী-সহ 14 জনকে শোকজ করে দলীয় নেতৃত্ব ৷ এরপরই উত্তম চৌধুরি, স্মৃতিকান্ত মণ্ডল ও সাগ্নিক শিকদারকে এক বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয় ৷
প্রসঙ্গত, শুক্রবারই বিজেপির সদর জেলা সভাপতি পদ থেকে সন্দীপ নন্দীকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন অভিজিৎ তা ৷ যা নিয়ে বিজেপির অন্দরেই শুরু হয়েছে গুঞ্জন ৷ এমন একটা প্রেক্ষাপটেই সাসপেন্ড করা হল তিন বিজেপি কর্মীকে ৷ যাঁরা আদি বিজেপি কর্মী হিসাবে পরিচিত। সূত্রের খবর, এর ফলে আদি বিজেপি কর্মীদের মনোবলে চিড় ধরতে শুরু করেছে। ভোট মরশুমে যা ভালো খবর নয় বিজেপির জন্য ৷